Rishabh Pant

সাজঘরেই রয়েছেন পন্থ, ভাঙা পা নিয়েও ম্যাঞ্চেস্টার টেস্টে কি ব্যাট করতে পারবেন? জানাল বোর্ড

ম্যাঞ্চেস্টারে প্রথম দিন চোট পেয়েছেন ঋষভ পন্থ। তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। তিনি কি ব্যাট করতে পারবেন? জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৬:৩৬
Share:

দ্বিতীয় দিন ভারতের সাজঘরে ঋষভ পন্থ। ছবি: সমাজমাধ্যম।

ম্যাঞ্চেস্টারে কি ১০ জনে ব্যাট করতে হবে ভারতকে? নাকি ব্যাট করতে পারবেন ঋষভ পন্থ। চতুর্থ টেস্টের প্রথম দিন ব্যাট করার সময় চোট পেয়েছেন পন্থ। তাঁর ডান পায়ের হাড়ে চিড় ধরেছে। এই পরিস্থিতিতে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। এমনও শোনা যাচ্ছিল, যে সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন তিনি। অবশেষে পন্থের চোট নিয়ে মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ম্যাঞ্চেস্টারে ভাঙা পা নিয়েও পন্থ ব্যাট করতে পারবেন কি না তা জানিয়ে দিয়েছে বোর্ড।

Advertisement

দ্বিতীয় দিন সকালে ম্যাঞ্চেস্টারে ভারতীয় দল পৌঁছোনোর পর পন্থকে টিমবাস থেকে নামতে দেখা যায়নি। জানা গিয়েছিল, তিনি দলের সঙ্গে যাননি। যদিও খেলা শুরু হওয়ার এক ঘণ্টা পর দেখা যায় সাজঘরেই রয়েছেন পন্থ। কোচ গৌতম গম্ভীরের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। জানা গিয়েছে, পন্থ যখন মাঠে এসেছিলেন তখন তাঁর পায়ে একটা বিশেষ ধরনের জুতো ছিল। ফলে তাঁর খেলা নিয়ে তখনও সংশয় ছিল।

তার মাঝেই সমাজমাধ্যমে পন্থের চোট নিয়ে বিবৃতি দেয় বোর্ড। সেখানে বলা হয়েছে, “ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ডান পায়ে চোট পাওয়া পন্থকে আর উইকেটরক্ষকের ভূমিকায় দেখা যাবে না। তাঁর বদলে ধ্রুব জুরেল বাকি টেস্টে উইকেটরক্ষকের ভূমিকায় থাকবেন। কিন্তু চোট পাওয়ার পরেও পন্থ দলের সঙ্গেই রয়েছেন। প্রয়োজন পড়লে তিনি ব্যাট করতে নামবেন।” এই বিবৃতি থেকে পরিষ্কার, ব্যথা কমানোর ওষুধ খেয়েও প্রয়োজনে ব্যাট করতে নামবেন পন্থ।

Advertisement

বোর্ডের এই বিবৃতির পরেই সকলের নজর ছিল ভারতের সাজঘরের দিকে। ক্যামেরাতেও বার বার পন্থকে দেখানো হচ্ছিল। এক বার দেখা যায়, কোচ গম্ভীরের সঙ্গে কথা বলছেন তিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে গা ঘামাচ্ছিলেন তিনি। এক বার চেয়ারে বসে থাকতে দেখা যায় তাঁকে। তখন পন্থের হাতে হেলমেটও ছিল। খেলার দিকে নজর ছিল তাঁর। দেখে মনে হচ্ছে, মানসিক ভাবে তিনি মাঠে নামার জন্য তৈরি। তবে তিনি সত্যিই নামেন কি না, তা বোঝা যাবে উইকেট পড়লে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement