নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়াম। ছবি: সমাজমাধ্যম।
বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে নবি মুম্বইয়ে ভারতের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বৃহস্পতিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কী বলছে আবহাওয়ার পূর্বাভাস? যদি বৃহস্পতিবার ম্যাচ না হয় তা হলে কী হবে?
বৃহস্পতিবার সকালেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অর্থাৎ মুম্বইয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল। তবে ৯টা পর্যন্ত বৃষ্টি নামেনি। এই মুহূর্তে মুম্বইয়ের আকাশ মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে।
ম্যাচ শুরু দুপুর ৩টেয়। সেই সময় আকাশে রোদ থাকবে। ৩৩ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ২০ শতাংশ। সময় এগোনোর সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। সন্ধ্যা ৭টা নাগাদ চার শতাংশ সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস কখনওই নিখুঁত ভাবে নির্ণয় করা যায় না। ফলে ম্যাচের সময় যে বৃষ্টি হবে না, এ কথা পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না।
বৃহস্পতিবারের ম্যাচ ভেস্তে গেলে নিয়ম কী?
আইসিসি-র নিয়ম অনুযায়ী, দু’টি সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজ়ার্ভ ডে রয়েছে। অর্থাৎ নির্ধারিত দিনে খেলা আয়োজন করা সম্ভব না হলে পরের দিন খেলা হতে পারে। যদি ভারতের খেলা বৃহস্পতিবার না হয়ে শুক্রবার হয়, তা হলে পরিস্থিতি একটু ভাল থাকার সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী, দিনের বেলা আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রাতের দিকে ঘণ্টাখানেক বৃষ্টি হতে পারে। ৩.৮ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে।
যদি দু’দিনই বৃষ্টিতে ভেস্তে যায়?
আবহাওয়ার পূর্বাভাস যা, তাতে ম্যাচ এবং রিজ়ার্ভ ডে দু’টিই বৃষ্টিতে ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সেটাই হয়, তা হলে যে দল পয়েন্ট তালিকায় আগে শেষ করেছে তারা উঠে যাবে ফাইনালে। এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া শীর্ষে শেষ করায় তারাই যাবে ফাইনালে। দেশের মাটিতে বিশ্বকাপ জয় অধরাই থেকে যাবে ভারতের।
রিজ়ার্ভ ডে-তে কী ভাবে খেলা হয়?
যদি ম্যাচের দিনে নির্দিষ্ট সংখ্যক ওভার খেলা সম্ভব না হয়, তা হলে সেটি গড়াবে রিজ়ার্ভ ডে-তে। নির্ধারিত দিনে ম্যাচ শুরু হলে এবং ম্যাচের আগে বা পরে বৃষ্টির কারণে ওভার কমে গেলেও যদি ম্যাচ সম্পূর্ণ না করা যায়, তা হলে রিজ়ার্ভ ডে-তে সেখান থেকেই খেলা শুরু হবে, যেখানে আগের দিন শেষ হয়েছিল।
উদাহরণস্বরূপ: ম্যাচ শুরু হওয়ার পর বৃষ্টি নামল ১৮ ওভারের মাথায়। কিছু ক্ষণ পর ওভার কমে ৪৫ হল এবং খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হল। খেলা শুরুর আগেই আবার বৃষ্টি নামল এবং খেলা শেষ করা গেল। যেহেতু ওভার কমে যাওয়ার সিদ্ধান্ত হওয়ার পর আর খেলা শুরু হয়নি, তাই রিজ়ার্ভ ডে-তে যখন খেলা শুরু হবে, তখন ১৮ ওভারের পর থেকেই খেলা হবে, কিন্তু ম্যাচটি হবে ৫০ ওভারেরই। রিজ়ার্ভ ডে-তেও বৃষ্টি হলে তখন ওভার কমানোর সিদ্ধান্ত নেওয়া হবে।