Cricket

শিখর ছাড়াও টেস্টে প্রথম দিন লাঞ্চের আগে শতরান করেছেন যাঁরা

আফগানিস্তানের অভিষেক টেস্টের প্রথম দিনে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় ওপেনার শিখর ধওয়ন। টেস্টের প্রথম দিন লাঞ্চের আগে শতরান করে বিরল নজির গড়লেন তিনি। এই প্রথম কোনও ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড করলেন শিখর। তাঁর আগে বিশ্বে এই নজির রয়েছে মাত্র পাঁচ জনের। এক ঝলকে দেখে নেওয়া যাক রেকর্ড করা ছয় জনকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ১০:১৭
Share:
০১ ০৭

আফগানিস্তানের অভিষেক টেস্টের প্রথম দিনে ইতিহাসের পাতায় নাম তুললেন ভারতীয় ওপেনার শিখর ধওয়ন। টেস্টের প্রথম দিন লাঞ্চের আগে শতরান করে বিরল নজির গড়লেন তিনি। এই প্রথম কোনও ভারতীয় ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড করলেন শিখর। তাঁর আগে বিশ্বে এই নজির রয়েছে মাত্র পাঁচ জনের। এক ঝলকে দেখে নেওয়া যাক রেকর্ড করা ছয় জনকে।

০২ ০৭

ভিক্টর ট্রাম্পার: অস্ট্রেলিয়ার এই ক্রিকেটারটি ১৯০২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লাঞ্চের আগেই সেঞ্চুরি করেছিলেন। তাঁর ১০৪ রানের সৌজন্যে ওই টেস্টে ৩ রানে জেতে অস্ট্রেলিয়া। প্রথম তিনিই এই রেকর্ডটি করেন।

Advertisement
০৩ ০৭

চার্লস ম্যাকার্টনি: দ্বিতীয় বার যিনি এই রেকর্ড গড়লেন তিনিও এক জন অজি ক্রিকেটার। চার্লস ম্যাকার্টনি ১৯২৬-এ ইংল্যান্ডের বিরুদ্ধে লাঞ্চের আগেই করেছিলেন অপরাজিত ১১২ রান।

০৪ ০৭

ডন ব্র্যাডম্যান: ১৯৩০-এ স্যর ডন ব্র্যাডম্যান ছিলেন তৃতীয় রেকর্ডধারী। ১৯৩০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লাঞ্চের আগে অপরাজিত ছিলেন ১০৫ রান করেন তিনি।

০৫ ০৭

মজিদ খান: পাক ক্রিকেটার মজিদ খান এই তালিকার চার নম্বর। ১৯৭৬-৭৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে লাঞ্চের আগেই তুলে ফেলেছিলেন ১০৮ রান।

০৬ ০৭

ডেভিড ওয়ার্নার: ফের এক অস্ট্রেলিয়ানের রেকর্ড। এ বার ডেভিড ওয়ার্নার পাকিস্তানের বিরুদ্ধে করলেন ১০০ রান। লাঞ্চের আগে শতরান করে নট আউট থাকার রেকর্ডটি করেন ২০১৬-১৭ সালে।

০৭ ০৭

শিখর ধওয়ন: এ বার রেকর্ডের তালিকায় উঠে এল এক ভারতীয় ক্রিকেটারের নাম। আফগানিস্তানের অভিষেক টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে ৯১ বলে ১০৪ রান করেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement