virat kohli

বোলার বিরাট কোহালি ওয়ান ডেতে পেয়েছেন ৪টি উইকেট, কাদের জানেন?

বিরাটের মিডিয়াম পেসের বোলিংয়ে সোজা ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন ম্যাকালাম। ওয়েলিংটনে বিরাটের বোলিং স্কোর ছিল ১/৩৬।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ১০:৩১
Share:
০১ ০৯

এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটসম্যান। তিনি ব্যাট হাত নিলেই হাঁটু কাঁপে প্রতিপক্ষ বোলারদের। কিন্তু বোলার বিরাট কোহালিকে চেনেন? জানেন ওয়ান ডে ক্রিকেটে তাঁর ঝুলিতে গোটা চারেক উইকেটও রয়েছে? দেখে নেওয়া যাক তাঁর বলে কারা প্যাভিলিয়নে ফিরেছিল।

০২ ০৯

২০১১ সালে ইংল্যান্ড সফরের কথা। একদিনের ক্রিকেটের প্রথম উইকেটটি তুলে নিলেন বিরাট। আউট করলেন অ্যালেস্টার কুককে। ৫০ রানে বিরাটের বলে বোল্ড হন কুক। সেই ম্যাচে সেঞ্চুরিও করেন বিরাট।

Advertisement
০৩ ০৯

তবে এত কিছু করেও ম্যাচ জেতাতে পারেননি। ডাকওয়ার্থ লুই নিয়মে ইংল্যান্ড অবশ্য ম্যাচ জেতে ছ’উইকেটে।

০৪ ০৯

সেই বছর অক্টোবরে ইংল্যান্ডেরই ব্যাটসম্যান ক্রেগ কেইসোইটেরকে প্যাভিলিয়নে পাঠান তিনি। দেশের মাটিতে সেটি বিরাটের প্রথম উইকেট।

০৫ ০৯

ম্যাচে তিন ওভারে ২০ রান দিয়ে তাঁকে বোল্ড করেন বিরাট। ব্যাট হাতেও করেন ৩৫। পাঁচ উইকেটে ম্যাচ জেতে ভারত।

০৬ ০৯

কোহালির তৃতীয় আন্তর্জাতিক উইকেট ২০১৩ সালের ৫ ডিসেম্বর। দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে কট অ্যান্ড বোল্ড করেন তিনি।

০৭ ০৯

জোহানেসবার্গের ওই ম্যাচেই কোহালির কেরিয়ারের সেরা ফিগার (১/১৫) হয়। ম্যাচ অবশ্য সহজেই জেতে দক্ষিণ আফ্রিকা।

০৮ ০৯

২০১৪ সালের ৩১ জানুয়ারি চতুর্থ উইকেটটি পেলেন কোহালি। ব্রেন্ডন ম্যাকালামের মতো ব্যাটসম্যানকে আউট করেন বিরাট।

০৯ ০৯

বিরাটের মিডিয়াম পেসের বোলিংয়ে সোজা ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন ম্যাকালাম। ওয়েলিংটনে বিরাটের বোলিং স্কোর ছিল ১/৩৬।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement