Chess World Cup 2023

প্রথম ম্যাচে হেরে শেষ চারে যাওয়ার পথে ধাক্কা খেলেন ভারতীয় দাবাড়ু, বিশ্বকাপে এগিয়ে কার্লসেন

কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে ক্লাসিক্যাল ম্যাচে হেরে গেলেন ডি গুকেশ। মাগনাস কার্লসেনের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে গিয়েছেন তিনি। অন্য ভারতীয়দের মধ্যে অর্জুন এরিগাইসি প্রথম ম্যাচ জিতেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৩ ১৩:০০
Share:

—প্রতীকী চিত্র।

দাবার বিশ্বকাপ চলছে আজারবাইজানের বাকুতে। সেখানে কোয়ার্টার ফাইনালে আট জনের মধ্যে চার জন ভারতীয়। কোয়ার্টার ফাইনালের প্রথম দিনে ক্লাসিক্যাল ম্যাচে হেরে গেলেন ডি গুকেশ। মাগনাস কার্লসেনের বিরুদ্ধে প্রথম ম্যাচ হেরে গিয়েছেন তিনি। অন্য ভারতীয়দের মধ্যে অর্জুন এরিগাইসি প্রথম ম্যাচ জিতেছেন। তিনি হারিয়েছেন ভারতীয় দাবাড়ু প্রজ্ঞানন্দকে। বিদিত গুজরাঠির প্রথম ক্ল্যাসিকাল ম্যাচটি ড্র হয়েছে।

Advertisement

বুধবার দ্বিতীয় ক্ল্যাসিকাল ম্যাচ খেলা হবে। গুকেশকে সেই ম্যাচে কার্লসেনকে হারাতেই হবে। কার্লসেন যদি দ্বিতীয় ক্লাসিক্যাল ম্যাচ জিতে নেন, সেমিফাইনালে পৌঁছে যাবেন। ম্যাচ ড্র হলেও কার্লসেন পরের রাউন্ডে যাবেন। অর্থাৎ জেতা ছাড়া আর কোনও উপায় নেই গুকেশের কাছে। যদি তিনি জেতেন, তাহলে র‍্যাপিড ফায়ার হবে। সেখানে যিনি জিতবেন, তিনি সেমিফাইনালে উঠবে।

আজারবাইজানের গ্র্যান্ডমাস্টার নিজাত আবাসভের বিরুদ্ধে খেলছেন বিদিত। এলো রেটিংয়ে এগিয়ে থাকা রাশিয়ার অভিজ্ঞ গ্র্যান্ডমাস্টার ইয়ান নেপোমনিয়াচ্চিকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছিলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। কোয়ার্টার ফাইনালে তুলনায় সহজ প্রতিপক্ষ পেয়েছিলেন তিনি। কিন্তু বিশ্বের ৯৭ নম্বর দাবাড়ু আবাসভের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিততে পারলেন না বিদিত। ড্র করলেন তিনি।

Advertisement

গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দ আবার খেলছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুনের বিরুদ্ধে। এই কোয়ার্টার ফাইনালে এক জন ভারতীয়কে ছিটকে যেতেই হবে। প্রথম ক্লাসিক্যাল ম্যাচে অর্জুন জিতেছেন। সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে প্রজ্ঞানন্দকে।

দাবা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চার ভারতীয় দাবাড়ু একসঙ্গে এর আগে কখনও পৌঁছননি। উচ্ছ্বসিত পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। তিনি বলেন, ‘‘এটা ভারতীয় দাবার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আমাদের অনেক দাবাড়ু এ বার খেলছে। ওরা সকলেই দুর্দান্ত খেলোয়াড়। সকলেরই ফাইনালে পৌঁছনোর ক্ষমতা রয়েছে।’’ আনন্দের আশা অন্তত দু’জন ভারতীয়কে সেমিফাইনালে দেখতে পাবেন। যদিও কারও নাম উল্লেখ করতে চাননি তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন