Sports News

ওদের লড়াই দেখে শেখা উচিত: যুবরাজ

ওরা সবাই মারণ রোগে আক্রান্ত। উৎসবের আবহে গোটা বিশ্বে যখন রোশনাই, ওদের মুখে একরাশ অন্ধকার। ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই করা জনা তিরিশ খুদের মুখে অবশ্য এ দিন হাসি ফুটল যুবরাজ সিংহের উদ্যোগে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৬ ০৩:৪৯
Share:

ক্যানসার আক্রান্ত শিশুদের সঙ্গে যুবরাজ সিংহ। মুম্বইয়ে শুক্রবার। —নিজস্ব চিত্র।

ওরা সবাই মারণ রোগে আক্রান্ত। উৎসবের আবহে গোটা বিশ্বে যখন রোশনাই, ওদের মুখে একরাশ অন্ধকার। ক্যানসারের সঙ্গে কঠিন লড়াই করা জনা তিরিশ খুদের মুখে অবশ্য এ দিন হাসি ফুটল যুবরাজ সিংহের উদ্যোগে।

Advertisement

ক্যানসার জয়ী যুবরাজ সিংহ যখনই সময় পান, ক্যানসারে আক্রান্তদের পাশে দাঁড়ান। শুক্রবারও যুবরাজ মুম্বইয়ে পাশে দাঁড়ালেন এই খুদেদের। তাদের সঙ্গে সময় কাটালেন ভারতের তারকা ক্রিকেটার। শুধু সময় কাটানোই নয়, শিশুদের বড়দিনের উপহারও দেন তিনি। পরে যুবরাজ বলেন, ‘‘এই উৎসবের সময়ে আনন্দ করার পাশাপাশি নিজেদের মতো করে মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আমার জীবনের অন্যতম বড় লক্ষ্য ক্যানসার আক্রান্তদের পাশে দাঁড়ানো। আজ এখানকার বাচ্চারা আমার মন ভরিয়ে দিয়েছে।’’ সঙ্গে যুবরাজ আরও যোগ করেন, ‘‘ওদের এই লড়াই, ইতিবাচক মানসিকতা দেখে আমাদের সবার শেখা উচিত যে, কখনও কোনও অবস্থাতেই হাল ছাড়লে হবে না। ওদের সঙ্গে সময় কাটিয়ে দারুণ লাগল। প্রার্থনা করি ওরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।’’

২০১১ ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করতে অন্যতম বড় ভূমিকা নেওয়ার পরপরই ক্যানসার ধরা পড়েছিল যুবরাজের। সেই লড়াই জিতে ফিরে আসার পর যুবরাজ ক্যানসার নিয়ে সচেতনতা বাড়ানোর কাজ যেমন করছেন, তেমনই ক্যানসারে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন তাঁর সংগঠন ইউউইক্যানের মাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement