India vs South Africa

আম্পায়ারদের এই সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলছেন প্রাক্তনরা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী রইল ক্রিকেট বিশ্ব। জয়ের জন্য যখন দু’রান বাকি তখন হাঠাৎ-ই লাঞ্চ ব্রেক ঘোষণা করেন দুই অন-ফিল্ড আম্পায়ার আলিম দার এবং অ্যাড্রেন হোল্ডস্টক। আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ারদের সিদ্ধান্ত ঠিক থাকলেও এর সমালোচনা করেছেন সুনীল গাওস্কর-সঞ্জয় মঞ্জরেকরের মতো ক্রিকেটারেরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:১২
Share:

ম্যাচ শেষে ভারত অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে হাত মেলালেন জোন্ডো। ছবি: এএফপি।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী রইল ক্রিকেট বিশ্ব। জয়ের জন্য যখন দু’রান বাকি তখন হাঠাৎ-ই লাঞ্চ ব্রেক ঘোষণা করেন দুই অন-ফিল্ড আম্পায়ার আলিম দার এবং অ্যাড্রেন হোল্ডস্টক।

Advertisement

আইসিসির নিয়ম অনুযায়ী আম্পায়ারদের সিদ্ধান্ত ঠিক থাকলেও এর সমালোচনা করেছেন সুনীল গাওস্কর-সঞ্জয় মঞ্জরেকরের মতো ক্রিকেটারেরা। এই ক্ষেত্রে আম্পায়ার আর এক ওভার খেলাতে পারত বলেই মনে করেন এই প্রাক্তনরা।

শুধু গাওস্কর বা মঞ্জরেকরই নন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন মাইকেল ভন, মহম্মদ কাইফ, বীরেন্দ্র সহবাগরাও।

Advertisement

আরও পড়ুন: দু’রান বাকি থাকতে লাঞ্চ ব্রেক, ‘অদ্ভুত’ সিদ্ধান্ত!

আরও পড়ুন: ‘ভারতের বিশ্বকাপ জয়ের সব কৃতিত্ব দ্রাবিড়ের’

টুইট করে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ভন লেখেন, “যখন জয়ের জন্য দু’রান বাকি তখন লাঞ্চ ব্রেক নেওয়া হল!”

এটাকে হাস্যকর বলে ব্যাখ্যা করেন মহম্দ কাইফ। টুইটে তিনি লেখেন, “হাস্যকর সিদ্ধান্ত।”

সহবাগ লেখেন, “ব্যাঙ্কগুলি যেমন তাঁদের গ্রাহকদের সঙ্গে ব্যবহার করেন তেমন ব্যবহারই ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে করল আম্পায়াররা। লাঞ্চের পর এসো।”

এই সিদ্ধান্তের উপর তো নিজের ক্ষোভই উগড়ে দিয়েছেন আকাশ চোপড়া। আকাশের কথায়, “জেতার জন্য ভারতের যখন দু’রান প্রয়োজন তখন লাঞ্চ ব্রেক ঘোষণা করা হল। ক্রিকেট তার নিজেরই শত্রু।”

এই সিদ্ধান্তের জন্য আবার নিরবতা পালন করার কথা বললেন আরপি সিংহ। টুইটে আরপি লেখেন, “রবিবারের সন্ধেয় আপনার পরিকল্পনার জন্য ‘দুই’ মিনিট নিরাবতা পালন করা হোক।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন