Sourav Ganguly

Fifth test Against England: ম্যাঞ্চেস্টারের টেস্ট আলাদা নয়, সিরিজের পঞ্চম ম্যাচ হিসেবেই দেখতে চান সৌরভ

ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ের পঞ্চম ম্যাচ বাতিল হয়ে যায় করোনা আতঙ্কে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ০৭:২০
Share:

ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ফাইল চিত্র।

ইংল্যান্ডে টেস্ট সিরিজ়ের পঞ্চম ম্যাচ বাতিল হয়ে যায় করোনা আতঙ্কে। সোমবার ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, সিরিজ় সম্পূর্ণ করার লক্ষ্যে পঞ্চম টেস্ট খেলবে ভারত। এই ম্যাচকে কোনও ভাবেই একটি আলাদা টেস্ট হিসেবে যেন দেখা না হয়।

Advertisement


সিরিজ় অসম্পূর্ণ থাকায় আইসিসি-কে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। যার জবাব এখনও পাওয়া যায়নি বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফে। অনেকেরই মনে হয়েছে, ম্যাঞ্চেস্টারে যে টেস্ট ম্যাচ পরে আয়োজন করা হবে, তা হয়তো আলাদা একটি ম্যাচ হিসেবে দেখা হতে পারে। সেই ধারণায় জল ঢেলে দিলেন সৌরভ।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘‘আমরা চাই সিরিজ় সম্পূর্ণ হোক। ২০০৭-এর পরে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ় জেতার এটাই সুযোগ।’’ যোগ করেন, ‘‘যে ম্যাচ খেলা হবে, সেটা অবশ্যই সিরিজ়ের পঞ্চম টেস্ট হিসেবে গণ্য হবে। একটি আলাদা টেস্ট হিসেবে নয়। ’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন