indian super league

আইএসএল হবে বললেও কোনও দিশা দেখাতে পারল না ফেডারেশন! সুপার কাপ দিয়ে শুরু হবে মরসুম

আগামী মরসুমে আইএসএল হবেই। এমনটাই জানালেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তবে কী ভাবে আয়োজন করা হবে তা নিয়ে দিশা দেখাতে পারলেন না। জানালেন, এ বার মরসুমের শুরুতেই সুপার কাপ আয়োজন করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ১৭:২৪
Share:

আইএসএলের ট্রফি। ছবি: সমাজমাধ্যম।

আগামী মরসুমে আইএসএল হবেই। বৃহস্পতিবার ক্লাবগুলির সঙ্গে বৈঠকে এমনটাই জানালেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। তবে কী ভাবে সেই প্রতিযোগিতা আয়োজন করা হবে তা নিয়ে কোনও দিশা দেখাতে পারলেন না। জানালেন, এ বার মরসুমের শুরুতেই সুপার কাপ আয়োজন করা হবে। অর্থাৎ আইএসএলের আগেই হবে সেই প্রতিযোগিতা।

Advertisement

কল্যাণের এই ঘোষণায় একটা জিনিস পরিষ্কার, আইএসএল সেপ্টেম্বরে কোনও ভাবেই শুরু হচ্ছে না। কারণ সেপ্টেম্বরের মাঝামাঝি সুপার কাপ আয়োজন করার কথা ভাবা হয়েছে। সে ক্ষেত্রে আইএসএল শুরু হতে নভেম্বর-ডিসেম্বর হয়ে যেতে পারে।

এ দিন আইএসএলের সব ক্লাবগুলিকে নিয়ে বৈঠক করে ফেডারেশন। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ওড়িশার প্রতিনিধিরা ভার্চুয়ালি হাজির হয়েছিলেন। বৈঠকের পর কল্যাণ বলেন, “আইএসএলের ক্লাবগুলো যাতে যথেষ্ট পরিমাণে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পায় তাই সেপ্টেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে সুপার কাপ আয়োজন করা হবে। দেশের স্বার্থে ফেডারেশন এবং আইএসএলের ১৩টি ক্লাব এই সিদ্ধান্ত নিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আবার ৭-১০ দিনের মধ্যে বৈঠকে বসা হবে।”

Advertisement

আইএসএল নিয়ে প্রশ্ন উঠতে কল্যাণ বলেন, “আমরা আশা করছি এ বার আইএসএল হবে। তবে একটু দেরিতে শুরু হতে পারে। আমরা কয়েকটা জিনিসে পরিবর্তন আনতে পারি। ফরম্যাট বা অন্য কিছু বদল করা হতে পারে। সেটা পরে ঠিক করা হবে। এখনই কোনও সিদ্ধান্তে আসিনি।”

সুপার কাপ সাধারণত মরসুমের শেষে আয়োজন করা হয়। এ বার এই প্রতিযোগিতা দিয়েই মরসুম শুরু হবে। তবে সব ক্লাব সেখানে খেলবে কি না তা নিয়ে নিশ্চয়তা নেই। চেন্নাইয়িন, বেঙ্গালুরু এবং ওড়িশা ইতিমধ্যেই ক্লাবের কাজকর্ম বন্ধ করে দিয়েছে। কেউ বেতনও পাবেন না এখন। বাকি ক্লাবগুলোর অনেকেই প্রাক-মরসুম প্রস্তুতি শুরু করেনি। এ নিয়ে কল্যাণের সংক্ষিপ্ত জবাব, “ফুটবলার এবং কোচেদের বেতন দেবে কি না তা ঠিক করে সংশ্লিষ্ট ক্লাব। আমরা মাথা গলাতে পারি না। বিশ্বের সেরা লিগগুলোতে এ ভাবেই কাজ হয়।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement