শ্রেয়স আয়ার। — ফাইল চিত্র।
ইংল্যান্ড সফরে তাঁকে না নেওয়া নিয়ে অনেক বিতর্ক হয়েছে। মিডল অর্ডারে তাঁর অভিজ্ঞতা দরকার ছিল বলে মত বিশেষজ্ঞদের। সেই শ্রেয়স আয়ারকে নিয়ে অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বোর্ড। এখন শুধু এক দিনের ক্রিকেটে খেলেন শ্রেয়স। সব ঠিকঠাক থাকলে ভারতের তিনটে ফরম্যাটেই ফিরতে চলেছেন তিনি।
অগস্টের তৃতীয় সপ্তাহে ভারতীয় নির্বাচকদের বৈঠকে বসার কথা। সেখানেই এশিয়া কাপের দল বেছে নেওয়া হবে। সেই দলে শ্রেয়সের সুযোগ পাওয়া প্রায় নিশ্চিত। এ ছাড়া দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টেস্ট সিরিজ়েও তাঁকে জাতীয় দলে ফেরানো হতে পারে।
সব ফরম্যাটের দলেই মিডল অর্ডারে খেলবেন শ্রেয়স। বোর্ডের এক সূত্র ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেছেন, “শ্রেয়সের মতো জাত এবং অভিজ্ঞ ক্রিকেটার সব ফরম্যাটের মিডল অর্ডারে দরকার। ইংল্যান্ডে ওকে আমরা মিস্ করেছি। নির্বাচকেরা জানেন যে শ্রেয়স স্পিন বোলিং খুবই ভাল খেলতে পারে। আগামী কয়েক মাসে ঘরের মাঠে সেটাই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট ইন্ডিজ় এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে দুটো করে টেস্ট খেলব আমরা।”
দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চল দলে নেওয়া হয়েছে শ্রেয়সকে। গত বারের বিজয়ী হওয়ার সুবাদে সরাসরি সেমিফাইনালে খেলবে তারা।
গত বছর এ দেশে ইংল্যান্ড সিরিজ় চলাকালীন পিঠের চোট এবং খারাপ ফর্মের কারণে টেস্ট দল থেকে বাদ পড়েন শ্রেয়স। তার পর আর ফিরতে পারেননি। ঘরোয়া ক্রিকেট খেলতে অনিচ্ছা প্রকাশ করায় কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন। তবে গত মরসুমে ঘরোয়া ক্রিকেটে ভাল ফর্মে ছিলেন। রঞ্জি ট্রফিতে পাঁচ ম্যাচে দুটো শতরান-সহ ৪৮০ রান করেন। এখনও পর্যন্ত ১৪টা টেস্ট খেলে ৮১১ রান করেছেন শ্রেয়স।
এ দিকে, ইংল্যান্ড সিরিজ়ে পর ভারতীয় দলকে এক মাস সম্পূর্ণ বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। অগস্টে বাংলাদেশ সিরিজ় হওয়ার কথা থাকলেও তা বাতিল হয়েছে। শোনা গিয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় হতে পারে। তবে বোর্ড সেই সিরিজ়ে রাজি নয়। কারণ সেপ্টেম্বর থেকে ভারতের সামনে ঠাসা সূচি রয়েছে।