Carlo Ancelotti

কোচ আনচেলোত্তির অভিষেক ম্যাচে আটকে গেল ব্রাজিল, ড্র ইকুয়েডরের বিরুদ্ধে

জিততে না পারলেও ব্রাজিল দলে বেশ কিছু পরিবর্তন করেছিলেন অ্যানচেলোত্তি। ইটালিয়ান কোচ প্রথম একাদশে ফিরিয়ে এনেছিলেন ব্রাজিলের ১০ নম্বর ভিনিসিয়স জুনিয়রকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৫ ১০:৩৪
Share:

কার্লো আনচেলোত্তি। —ফাইল চিত্র।

ব্রাজিলের কোচ হিসাবে অভিষেক হল কার্লো আনচেলোত্তির। কিন্তু প্রথম ম্যাচে জয় পেলেন না রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ। ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ব্রাজিল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে চার নম্বরে তারা।

Advertisement

দক্ষিণ আমেরিকার গ্রুপ থেকে বিশ্বকাপে ছ’টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। প্রথম স্থানে রয়েছে গত বারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। তাদের বিরুদ্ধেই ম্যাচ ছিল ব্রাজিলের। নতুন কোচের প্রশিক্ষণে ব্রাজিল কতটা বদলাতে পারে, সেই দিকে নজর ছিল সকলের। কিন্তু কোনও গোলই করতে পারল না দল।

ব্রাজিল দলে বেশ কিছু পরিবর্তন করেছিলেন আনচেলোত্তি। ইটালিয়ান কোচ প্রথম একাদশে ফিরিয়ে এনেছিলেন ব্রাজিলের ১০ নম্বর ভিনিসিয়স জুনিয়রকে। সেই সঙ্গে ক্যাসিমিরো এবং রিচার্লিসনকেও প্রথম থেকেই খেলান আনচেলোত্তি। অভিষেক হয় রক্ষণভাগের ফুটবলার অ্যালেক্স এবং উইঙ্গার এস্তেভায়োর। নির্বাসিত থাকায় রাফিনহা এই ম্যাচ খেলতে পারেননি।

Advertisement

ইকুয়েডরের বিরুদ্ধে ব্রাজিলকে বেশ রক্ষণাত্মক দেখায়। ভিনি ২২ মিনিটের মাথায় ইকুয়েডরের গোল লক্ষ্য করে একটি শট নিয়েছিলেন। সেটিই গোটা ম্যাচে ব্রাজিলের সেরা সুযোগ ছিল। কিন্তু ইকুয়েডরের গোলরক্ষক গঞ্জালো ভ্যালে সেই শট আটকে দেন।

ম্যাচ শেষে ক্যাসেমিরো বলেন, “ইকুয়েডর খুব ভাল খেলছে। আমরা আস্তে আস্তে উন্নতি করব। এই ম্যাচে আমাদের রক্ষণও যথেষ্ট জমাট ছিল। খুব ভাল লাগছে দলে ফিরে। কোচ আমাকে দলে ফিরিয়ে এনেছেন।” ভিনিসিয়স মনে করেন, আনচেলোত্তি এখনও নিজের পরিকল্পনা ফাঁস করেননি। তিনি বলেন, “আমরা ঠিক তৈরি হয়ে যাব। সামনেই বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকা থেকে যোগ্যতা অর্জন করতে এই পর্বের শেষ দিকে আমাদের দারুণ কিছু করতে হবে।”

অন্য ম্যাচে, আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছে চিলির বিরুদ্ধে। গোল করেছেন জুলিয়ান আলভারেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement