FIFA World Cup 2022

পাঁচটা ফাইনাল জিতে গিয়েছি, আর একটা বাকি! বিশ্বকাপের ফাইনালে নামার আগে বলছেন মেসি

বিশ্বকাপের ফাইনালে নামার আগে দৃঢ়প্রতিজ্ঞ মেসি। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই পাঁচটি ফাইনাল জিতে গিয়েছেন। আর একটি ফাইনাল জিততে পারলেই স্বপ্নপূরণ হবে তাঁর।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৯:৪১
Share:

দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপের ফাইনালে উঠেছেন লিয়োনেল মেসি। এ বার ট্রফি জিততে বদ্ধপরিকর তিনি। —ফাইল চিত্র

দ্বিতীয় বার বিশ্বকাপের ফাইনালে উঠেছেন লিয়োনেল মেসি। প্রথম বার হারতে হয়েছিল। কিন্তু এ বার তিনি জিততে চান। মেসির মতে, ফাইনালে ওঠার আগেই পাঁচটি ফাইনাল জিতে গিয়েছেন তাঁরা। বাকি আর মাত্র একটি।

Advertisement

বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারানোর পরে সংবাদমাধ্যমে মেসি বলেছেন, ‘‘আমরা পাঁচটা ফাইনাল জিতে গিয়েছি। আশা করছি রবিবার আর একটা ফাইনাল জিতব।’’

কিন্তু কেন এমন বলছেন মেসি? কারণ, বিশ্বকাপের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্টিনা। প্রথম ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। তার পর থেকে আর্জেন্টিনার ফুটবলারদের কাছে প্রতিটি ম্যাচ ছিল ফাইনাল। পর পর পাঁচটি ম্যাচ জিতেছেন তাঁরা। সেই কথাই বলতে চেয়েছেন মেসি।

Advertisement

সৌদির কাছে হার শাপে বর হয়েছিল বলে জানিয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘‘প্রথম ম্যাচে হার বড় ধাক্কা ছিল। সৌদি আরবের কাছে হারতে হবে ভাবতে পারিনি। সেই ম্যাচের পরে আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করেছি। প্রতিটা ম্যাচ ফাইনাল ভেবে খেলেছি। নিজেদের সেরাটা দিয়েছি। সেই কারণেই ফাইনালে উঠতে পেরেছি।’’

দলের সাফল্যের জন্য কোচিং স্টাফদের ধন্যবাদ দিয়েছেন মেসি। কোচ লিয়োনেল স্কালোনি যে ভাবে দলকে সামলেছেন তার প্রশংসা করেছেন তিনি। মেসি বলেছেন, ‘‘আমাদের কোচিং স্টাফদের প্রশংসা করতেই হবে। বিশেষ করে স্কালোনিকে ধন্যবাদ। প্রতিটা ম্যাচ ধরে ধরে ওরা পরিকল্পনা করেছে। তার ফল আমরা পেয়েছি।’’

বাকি দলগুলিকে স্রেফ বুদ্ধির জোরে তাঁরা হারিয়েছেন বলে মনে করছেন মেসি। প্রতিপক্ষের খেলা ধরে ফেলে সেই অনুযায়ী পরিকল্পনা করতে পেরেছেন বলেই অন্যদের টেক্কা দিয়েছেন বলে জানিয়েছেন এলএম১০। তাঁর কথায়, ‘‘আমাদের দল স্কিলের পাশাপাশি বুদ্ধি কাজে লাগিয়েছে। কখন প্রতিপক্ষকে তাড়া করতে হবে। কখন খেলার গতি একটু কমাতে হবে, সেটাই আসল।’’

দলগত ফুটবল খেলার ফসল তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। মেসি বলেছেন, ‘‘এই দলের সঙ্গে খেলতে ভাল লাগছে। সবাই সবার জন্য খেলছে। সবার আনন্দ ভাগ করে নিচ্ছে। আমরা যখন মাঠে নামছি তখন আমাদের সঙ্গে আর্জেন্টিনার সমর্থকরাও নামছে। তারা আমাদের জন্য গলা ফাটাচ্ছে। তাদের স্বপ্নপূরণের জন্য খেলছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন