Mohammedan Sporting Club

কলকাতা লিগে উয়াড়ির কাছে হার মহমেডানের, জয়ের হ্যাটট্রিক হল না সাদা-কালো ব্রিগেডের

ডুরান্ড কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এ বার কলকাতা লিগেও হোঁচট খেল মহমেডান। সোমবার উয়াড়ির কাছে হেরে গেল সাদা-কালো ব্রিগেড। জয়ের হ্যাটট্রিক হল না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৮:৩৫
Share:

মহমেডান-উয়াড়ি ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত।

ডুরান্ড কাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল তারা। এ বার কলকাতা লিগেও হোঁচট খেল মহমেডান। সোমবার উয়াড়ির কাছে হেরে গেল সাদা-কালো ব্রিগেড। জয়ের হ্যাটট্রিক হল না। পয়েন্ট তালিকায় মহমেডানের পরেই রয়েছে উয়াড়ি। তা-ও হেরেছেন মেহরাজউদ্দিন ওয়াড়ুর ছেলেরা।

Advertisement

টানা কয়েকটা ম্যাচে হারের পর সাদার্ন সমিতিকে হারিয়ে এই মরসুমে প্রথম জয় পেয়েছিল মহমেডান। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী শ্রীভূমিকেও হারিয়ে দিয়েছিল তারা। মহমেডান জিতেছিল ৩-১ গোলে। ভাবা হয়েছিল পয়েন্ট তালিকায় নীচে থাকা উয়াড়িকে হারাতেও সমস্যা হবে না মহমেডানের। তবে তা দেখা গেল না। জয়ের হ্যাটট্রিক তো দূর, হেরে মাঠ ছাড়তে হল মহমেডানকে।

নৈহাটি স্টেডিয়ামে এ দিন মহমেডানের সেই আগ্রাসনই দেখা যায়নি। গোটা ম্যাচেই অগোছালো ফুটবল খেলেছে। কোনও পরিকল্পনা ছিল না দলের খেলায়। খেলোয়াড়েরাও একে অপরের দায়িত্ব ঠিক করে বুঝতে পারছিলেন না। উল্টে উয়াড়িকে অনেক বেশি সঙ্ঘবদ্ধ লেগেছে। প্রথমার্ধে সাকির আলির গোলে এগিয়ে যায় তারা।

Advertisement

দ্বিতীয়ার্ধের শুরুতে উয়াড়ির ব্যবধান বাড়ে। ম্যাচ শেষ হওয়ার ১৫ মিনিট আগে একটা গোল শোধ করে মহমেডান। কিন্তু সমতা ফেরানোর গোল করতে পারেনি তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement