FIFA U17 World Cup 2025

দাদারা নামার আগেই বিশ্বচ্যাম্পিয়ন ভাইয়েরা, ছোটদের বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন রোনাল্ডোর পর্তুগাল

প্রথম বার ফুটবলের কোনও বিশ্বকাপ জিতল পর্তুগাল। অস্ট্রিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশ। এ বছর অনূর্ধ্ব-১৭ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপও জিতেছে পর্তুগাল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ ১৫:৫৪
Share:

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপজয়ী পর্তুগাল দল। ছবি: পিটিআই।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে চাপে ফেলে দিল পর্তুগালের অনূর্ধ্ব-১৭ ফুটবলারেরা। রোনাল্ডো এখনও যা করে দেখাতে পারেননি, সেটাই করে ফেলল তারা। প্রথম বার বিশ্বকাপ জিতল পর্তুগালের অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ ব্যবধানে হারাল পর্তুগাল।

Advertisement

রোনাল্ডো এখনও দেশকে বিশ্বকাপ দিতে পারেননি। গত বার আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে তাঁর চাপ বাড়িয়ে দিয়েছেন লিয়োনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের আগে সিআর সেভেনের সেই চাপ আরও বাড়িয়ে দিল তাঁরই দেশের অনূর্ধ্ব-১৭ দল। মেসি যে কাতারে বিশ্বকাপ জিতেছিলেন, সেই কাতারেই অনূর্ধ্ব-১৭ বিশ্বচ্যাম্পিয়ন হল পর্তুগাল। চলতি বছরেই অনূর্ধ্ব-১৭ ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ জিতেছিল পর্তুগাল। তার পর এল বিশ্বকাপ। দেশের আগামী দিনের তারকাদের এমন সাফল্যে উচ্ছ্বসিত রোনাল্ডোও। বিশ্বজয়ী দলের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

২০০৩ সালের পর এ বারই প্রথম অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছিল পর্তুগাল। আর এ বারই প্রথম বিশ্বজয় করল তারা। গোটা প্রতিযোগিতাতেই দুরন্ত ফুটবল উপহার দিয়েছে রাফায়েল কুইন্টাসেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাপানের কাছে ১-২ ব্যবধানে হারলেও বাকি ম্যাচগুলিতে তারা সহজ জয় পেয়েছে। প্রথম ম্যাচে উত্তর ক্যালিডোনিয়াকে ৬-১ ব্যবধানে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে মরক্কোকে হারায় ৬-০ ব্যবধানে। নক আউট পর্বের প্রথম ম্যাচে বেলজিয়ামকে ২-১ গোলে হারায় তারা। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিরুদ্ধে জয় ৫-০ গোলে।

Advertisement

এর পর কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডকে ২-০ গোলে হারায়। সেমিফাইনালে অবশ্য কঠিন লড়াই করতে হয়েছে কুইন্টাসদের। টাইব্রেকারে হারায় ব্রাজিলকে। উল্লেখ্য এই প্রথম ফুটবলের কোনও বিশ্বকাপ জিতল রোনাল্ডোর দেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement