পেনাল্টি থেকে গোলের মুহূর্তে কিলিয়ান এমবাপে। এই গোলও জেতাতে পারেনি রিয়াল মাদ্রিদকে। ছবি: রয়টার্স।
দুই দেশের দুই লিগের শীর্ষে থাকা দুই দল একই দিনে পয়েন্ট নষ্ট করল। এক দিকে লা লিগায় অবনমনের সামনে থাকা জিরোনার বিরুদ্ধে ড্র করল রিয়াল মাদ্রিদ। অন্য দিকে প্রিমিয়ার লিগে ১০ জনের চেলসির বিরুদ্ধে আটকে গেল আর্সেনাল। খেসারত দিতে হল রিয়ালকে। পয়েন্ট তালিকায় বার্সেলোনার কাছে শীর্ষস্থান হারাল তারা। তবে পয়েন্ট নষ্ট করেও শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।
রিয়ালের বিরুদ্ধে ৪৫ মিনিটের মাথায় আজ়েদিন ঔনাহির গোলে এগিয়ে যায় পয়েন্ট তালিকায় ১৮ নম্বরে থাকা জিরোনা। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। ম্যাচের সংযুক্তি সময়ে রিয়ালকে জেতাতে পারতেন এমবাপে। তাঁর শট অল্পের জন্য বাইরে যায়।
রিয়াল যেমন শেষ তিনটি ম্যাচে ড্র করেছে, বার্সা তেমনই শেষ চার ম্যাচ জিতেছে। শনিবার আলাভেসকে ৩-১ গোলে হারিয়েছে তারা। ফলে পয়েন্ট তালিকায় আবার শীর্ষে বার্সা। ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট তাদের। ১৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৩। পিছিয়ে নেই তিন নম্বরে থাকা ভিয়ারিয়াল ও চারে থাকা আতলেতিকো মাদ্রিদ। সমসংখ্যক ম্যাচ খেলে ভিয়ারিয়ালের পয়েন্ট ৩২ ও আতলেতিকোর পয়েন্ট ৩১।
প্রিমিয়ার লিগের শীর্ষে ব্যবধান বাড়ানোর ভাল সুযোগ ছিল আর্সেনালের। চেলসির বিরুদ্ধে বাড়তি ফুটবলারের সুবিধা পায় তারা। প্রথমার্ধের শেষ দিকে চেলসির মইসেস কাইসেডো লাল কার্ড দেখেন। ফলে একটি অর্ধ ১০ জনে খেলতে হয় চেলসিকে। সেই সুবিধা কাজে লাগাতে পারেনি আর্সেনাল।
উল্টে চেলসিই এগিয়ে যায়। ৪৮ মিনিটে হেডে গোল করেন ট্রেভো চালোবা। ৫৯ মিনিটে আর্সেনালের হয়ে সমতা ফেরান মিকেল মেরিনো। পরের ৩০ মিনিটে অনেক চেষ্টা করেও গোল করতে পারেনি আর্সেনাল। ১-১ গোলে শেষ হয় খেলা।
লিভারপুল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিজেদের ম্যাচ জিতেছে। ২-০ গোলে ওয়েস্ট হ্যামকে হারিয়েছে লিভারপুল। ২-১ গোলে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে ম্যান ইউ।
প্রিমিয়ার লিগে ৫ পয়েন্ট এগিয়ে রয়েছে আর্সেনাল। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। দ্বিতীয় স্থানে থাকা ম্যাঞ্চেস্টার সিটির পয়েন্ট ১৩ ম্যাচে ২৫। তিন নম্বরে রয়েছে চেলসি। ২৪ পয়েন্ট তাদের। চার নম্বরে থাকা অ্যাস্টন ভিলারও পয়েন্ট ২৪। গোলপার্থক্যে চেলসির নীচে রয়েছে তারা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ও লিভারপুল লড়াইয়ে ফেরার চেষ্টা করছে। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে ম্যান ইউ। লিভারপুলের পয়েন্টও ২১। গোলপার্থক্য কম থাকায় আট নম্বরে রয়েছে গত বারের লিগ চ্যাম্পিয়ন দল।