BCCI

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বোর্ডের প্রাক্তন নির্বাচক

১৯৯৮-এ মধ্যাঞ্চল থেকে জাতীয় নির্বাচক হয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৭:৫৩
Share:

কিশান রুংতা। ফাইল ছবি

করোনায় প্রয়াত হলেন বিসিসিআই-এর প্রাক্তন নির্বাচক তথা রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার কিশান রুংতা। জয়পুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৮৮। গত সপ্তাহে তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। শনিবার রাতে তিনি প্রয়াত হন।

Advertisement

১৯৯৮-এ মধ্যাঞ্চল থেকে জাতীয় নির্বাচক হয়েছিলেন তিনি। এ ছাড়া ১৯৫৩ থেকে ১৯৭০-এর মধ্যে রাজস্থানের হয়ে ৫৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২৭১৭ রান করেছেন তিনি।

১৯৭০-এর দশকে তাঁর বড় ভাই পুরুষোত্তম বিসিসিআই-এর কোষাধ্যক্ষ হিসেবে কাজ করেছেন। পুরুষোত্তমের ছেলে কিশোরও ২০০০-এর শুরুর দিকে একই পদে ছিলেন। প্রায় পাঁচ দশক ধরে রাজস্থানের ক্রিকেট শাসন করেছে রুংতা পরিবার। কিন্তু ২০০০-এর মাঝের দিকে রুংতা পরিবারের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নেন অধুনা নির্বাসিত কর্তা ললিত মোদী।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন