প্রয়াত হেমন্ত কানিতকর

দীর্ঘ দিন ধরেই রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে পুণেতে মারা গেলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান হেমন্ত কানিতকার। বয়স হয়েছিল ৭২। রেখে গেলেন স্ত্রী ও দুই ছেলে, প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ঋষিকেষ ও আদিত্যকে। কেরিয়ারে মাত্র দুটো টেস্ট খেললেও ঘরোয়া ক্রিকেটে বড়সড় নাম ছিলেন হেমন্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০৩:৩৫
Share:

দীর্ঘ দিন ধরেই রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাতে পুণেতে মারা গেলেন প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান হেমন্ত কানিতকার। বয়স হয়েছিল ৭২। রেখে গেলেন স্ত্রী ও দুই ছেলে, প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান ঋষিকেষ ও আদিত্যকে। কেরিয়ারে মাত্র দুটো টেস্ট খেললেও ঘরোয়া ক্রিকেটে বড়সড় নাম ছিলেন হেমন্ত। মহারাষ্ট্রের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৬৩-’৬৪ মরসুমে অভিষেকেই সেঞ্চুরি করেছিলেন। রঞ্জি ট্রফিতেই দু’বার সর্বোচ্চ রান শিকারি ছিলেন। তিনি টেস্টে ডাক পান ১৯৭৪ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে। দু’টেস্টে ১১১ রান করেছিলেন। সর্বোচ্চ ৬৫।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement