England

ভারত সিরিজের থেকেও অ্যাশেজকে বেশি গুরুত্ব দিচ্ছে জো রুটের ইংল্যান্ড

আগামী ২ জুন থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০২১ ২৩:০১
Share:

বছরের শেষে অ্যাশেজ যুদ্ধে নামবে জো রুটের ইংল্যান্ড। ফাইল চিত্র

বিরাট কোহলীর ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ নয়। বরং অ্যাশেজকেই বাড়তি গুরুত্ব দিচ্ছেন জো রুট। আগামী ২ জুন থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। এরপর ভারতের বিরুদ্ধে লম্বা সিরিজ খেলার পর বছরের শেষে অ্যাশেজ যুদ্ধে নামবেন জেমস অ্যান্ডারসন-বেন স্টোকসরা। যদিও অ্যাশেজ নিয়েই বেশি ভাবছে জো রুটের দল।

Advertisement

একটি দেশজ সংবাদ মাধ্যমকে ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বলেন, “গত কয়েক বছর আমরা টেস্ট দল হিসেবে অনেকটা উন্নতি করেছি। বেশ কিছু পরিকল্পনা ফল দিয়েছে। তবে উন্নতির কোনও শেষ নেই। আশা করি আমাদের দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ সফল হবে।”

করোনার মধ্যেও লর্ডস টেস্ট দিয়ে নতুন মরসুম শুরু করতে চলেছে ইংল্যান্ড। ভারতের বিরুদ্ধে গত সিরিজে তাঁর দল এগিয়ে থেকেও সুবিধা করতে পারেনি। ১-৩ ব্যবধানে হেরে একেবারে ল্যাজেগোবরে হয়েছিল। তবে অগস্ট মাসে সেই ভারতের বিরুদ্ধে নিজেদের মাঠে নামলেও আপাতত কেন উইলিয়ামসনের দলকে নিয়েই ভাবছেন জো রুট।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন