India vs South Africa

ক্লাসেনের এই শট চমকে দেবে আপনাকেও

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারের ঘটনা। চহাল বল করতে এলে সেই ওভারের তৃতীয় বলকে বাউন্ডারি লাইনে পাঠান হেনরিচ। কিন্তু যে ভঙ্গিতে সেই বলকে বাউন্ডারিতে পাঠান ক্লাসেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৯
Share:

চতুর্থ ওডিআই ম্যাচে দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক হেনরিচ ক্লাসেন। ছবি: এএফপি।

ভারতের বিরুদ্ধে চতুর্থ ওডিআই ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন হেনরিচ ক্লাসেন। ২৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। তবে, ক্লাসেনের ম্যাচ উইনিং ইনিংস-এর থেকেও চর্চায় উঠে আসছে চতুর্থ ওডিআইতে খেলা তাঁর একটি শট।

Advertisement

দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২২তম ওভারের ঘটনা। চহাল বল করতে এলে সেই ওভারের তৃতীয় বলকে বাউন্ডারি লাইনে পাঠান হেনরিচ। কিন্তু যে ভঙ্গিতে সেই বলকে বাউন্ডারিতে পাঠান ক্লাসেন তা রীতিমতো চমকে দেওয়ার মতো। এই রকমটা বিশেষ দেখা যায় না ক্রিকেটে। উইকেট ছেড়ে অফস্ট্যাম্পের প্রায় তিন পা ডান দিকে সরে বলটিকে বাউন্ডারি লাইনে পাঠান ক্লাসেন। ক্লাসেনের এই শট দেখে স্তম্ভিত ভারত অধিনায়ক বিরাট কোহালিও।

ক্লাসেনের এই শট দেখে অনেকে তাঁর সঙ্গে এবি ডিভিলিয়ার্সেরও মিল খুঁজে পেয়েছেন। & 😂 (_)

Advertisement

ক্লাসেনের এই শট দেখে অনেকে তাঁর সঙ্গে এবি ডিভিলিয়ার্সেরও মিল খুঁজে পেয়েছেন। (_)

আরও পড়ুন: স্লো ওভার-রেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার

আরও পড়ুন: ওয়ান্ডারার্সে ধবনের তিন নজির, কী কী জানেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement