Cricket

কোহালিকে শ্রদ্ধা করি কিন্তু ভয় পাই না, দাবি তরুণ পাক পেসারের

আইসিসি-র ইভেন্ট ছাড়া দুই প্রতিবেশী দেশের সাক্ষাৎ হয় না। নাসিম শাহ এ রকমই একটা ম্যাচ চাইছেন।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০১ জুন ২০২০ ১৫:২৫
Share:

কোহালির পরীক্ষা নিতে তৈরি নাসিম। —ফাইল চিত্র।

বাংলাদেশের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে হ্যাটট্রিক করেছিলেন নাসিম শাহ। মাত্র ১৬ বছর ৩৫৯ দিনে কনিষ্ঠতম বোলার হিসেবে এই নজির গড়েছিলেন তিনি।

Advertisement

সেই নাসিম শাহ ভারত অধিনায়ক বিরাট কোহালির মুখোমুখি হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাক পেসার জানিয়েছেন, তিনি কোহালিকে শ্রদ্ধা করেন, কিন্তু ভয় পান না। নাসিম শাহ বলছেন, “ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ে স্পেশাল। আমাকে অনেকেই বলেছেন, এই ম্যাচ এক জনকে নায়ক বানাতে পারে।”

ইদানীং কালে আইসিসি-র ইভেন্ট ছাড়া দুই প্রতিবেশী দেশের সাক্ষাৎ হয় না। নাসিম শাহ এ রকমই একটা ম্যাচ চাইছেন। সেই ম্যাচেই বিরাট কোহালির বিরুদ্ধে নিজেকে তুলে ধরতে চান তিনি। নাসিম বলছেন, “এই ধরনের ম্যাচ তো সব সময়ে হয় না। খুব অল্পই হয়ে থাকে। আমি ভারতের বিরুদ্ধে খেলতে চাই।”

Advertisement

আরও পড়ুন: ছ’বারে বিশ্বকাপ জয়ের কথায় সন্দেশকে উদ্বুদ্ধ করেন সচিন

সুযোগ এবং সময় এলে ভারতের বিরুদ্ধে নিজেকে নিংড়ে দিতে চান নাসিম। আত্মবিশ্বাসী পাক পেসার বলছেন, “ভারতের বিরুদ্ধে আমি ভাল বল করতে পারব বলেই বিশ্বাস রাখি। আমি ভক্তদের নিরাশ করব না, এটুকু বলতে পারি। বিরাট কোহালির জন্য বলতে পারি, ওকে আমি শ্রদ্ধা করি কিন্ত ভয় পাই না। বিশ্বের সেরা ব্যাটসম্যানকে বল করা সব সময়েই চ্যালেঞ্জের। এ রকম ক্ষেত্রে নিজের খেলাকে অন্য এক উচ্চতায় নিয়ে যেতে হয়। ভারত এবং বিরাট কোহালির বিরুদ্ধে খেলার জন্য আমি মুখিয়ে রয়েছি।”

নাসিমের ইচ্ছা কবে পূরণ হয়, সেটাই এখন দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন