ICC World Cup 2019

কোহালির দেওয়া ‘উপহার’ হাতছাড়া রশিদের, কে নিলেন তা?

শুরু হয়ে গিয়েছে এ বারের বিশ্বকাপ। রশিদ খানের কাছে নেই কোহালির দেওয়া উপহার।

Advertisement
কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ১৯:০৫
Share:

রশিদ খান। আফগানিস্তানের বোলিং আক্রমণের স্তম্ভ। ছবি: এএফপি।

ভারত অধিনায়ক বিরাট কোহালির কাছ থেকে ব্যাট উপহার পেয়েছিলেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। সেই স্পেশ্যাল ব্যাট এখন আর রশিদের কাছে নেই। তাঁরই দলের সতীর্থ রশিদের ব্যাগ থেকে ব্যাট তুলে নিয়ে চলে গিয়েছেন।

Advertisement

কোহালির কাছ থেকে কীভাবে ব্যাট উপহার পেয়েছিলেন রশিদ? আর সেই স্পেশ্যাল ব্যাট নিয়ে গেল কে? এক সাক্ষাৎকারে রশিদ বলেছেন, ‘‘ব্যাটিংয়ের স্কিল শিখতে হলে ভাল ব্যাটের দরকার।’’

বেশ কয়েকজনের থেকে ব্যাট চেয়েও নিয়েছিলেন আফগান-তারকা। রশিদ বলেন, ‘‘বিরাটের (কোহালি) কাছ থেকে একটি ব্যাট পেয়েছি, ডেভির (ওয়ার্নার) থেকেও একটা নিয়েছি।’’ ভারতের তারকা লোকেশ রাহুলের কাছ থেকেও ব্যাট চেয়ে নিয়েছিলেন রশিদ।

Advertisement

আরও খবর: আফগানিস্তানের থেকেও খারাপ পারফর্ম করবে বাংলাদেশ, ভবিষ্যদ্বাণী ম্যাকালামের

আরও খবর: প্রথম ম্যাচের আগেই শুরু লড়াই, কোহালিকে ‘অপরিণত’ বললেন রাবাডা

শুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ। রশিদের চিন্তা বাড়িয়ে দিয়েছেন আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক আসগর আফগান। তিনিই রশিদের কাছ থেকে প্রায় জোর করে ছিনিয়ে নেন কোহালির দেওয়া ব্যাট। ভারত অধিনায়কের কাছ থেকে পাওয়া সেই ব্যাট প্রসঙ্গে রশিদ বলছেন, ‘‘আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময়ে আমি ফ্লিক করেছিলাম। মারতে চেয়েছিলাম বাউন্ডারি। কিন্তু, ব্যাট-বলে লাগার পর তা ওভার বাউন্ডারি হয়। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম? এটা কী ভাবে ছয় হয়ে গেল?’’

রশিদের মনে হয়েছিল ব্যাটে নিশ্চয় কোনও জাদু রয়েছে। কোহালির দেওয়া ব্যাট ছিল রশিদের খুব পছন্দের। তিনি বলেন, ‘‘আমার খুবই পছন্দের ব্যাট ছিল। মনে হচ্ছিল, যা মারব, সেটাই ছক্কা হবে। প্যাভিলিয়নে ফেরার পরেই আগের ক্যাপ্টেন আসগড় আফগান আমার দিকে এগিয়ে আসে। আমাকে বলে, ব্যাটটা আমাকে দিয়ে দাও।’’

প্রাক্তন আফগান ক্রিকেটারের এমন দাবি শুনে তো রীতিমতো বিস্মিত রশিদ। তিনি প্রথমটায় দিতে চাননি। কিন্তু আসগড় নিজেই রশিদের ব্যাগ থেকে ব্যাটটা বের করে নেন। কোহালির কাছ থেকে পাওয়া ব্যাট হাতছাড়া হওয়ায় রশিদ খুবই মনোকষ্টে ভুগছেন। তিনি বলছেন, ‘‘ওই ব্যাট নিয়ে ভাল খেলতে পারবে না আসগড়। আমাকে নিশ্চয় ফিরিয়ে দেবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন