Rohit Sharma

দেশের হয়ে সবচেয়ে বেশি ছয়ের রেকর্ডে কাল ধোনিকে টপকে যাবেন রোহিত?

ধোনি ও রোহিত, দু’জনেরই ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে ২১৫ ছয় রয়েছে। ধোনি অবশ্য এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে আরও সাতটি ছয় মেরেছেন। তাই সার্বিক ভাবে ওয়ানডে কেরিয়ারে ধোনির ছয়ের সংখ্যা আরও সাত বেশি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১৬:১৭
Share:

ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ধোনি-রোহিত, দু’জনেই ২১৫ ছয় মেরেছেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে শনিবার হায়দরাবাদের উপ্পলে। আর এই সিরিজে ৫০ ওভারের ক্রিকেটে দেশের হয়ে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডে মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে যেতে পারেন রোহিত শর্মা।

Advertisement

ধোনি ও রোহিত, দু’জনেরই ওয়ানডে ফরম্যাটে ভারতের হয়ে ২১৫ ছয় রয়েছে। ধোনি অবশ্য এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিরুদ্ধে আরও সাতটি ছয় মেরেছেন। তাই সার্বিক ভাবে ওয়ানডে কেরিয়ারে ধোনির ছয়ের সংখ্যা আরও সাত বেশি। যেহেতু রোহিত ওপেন করেন, তাই ধোনিকে টপকে যাওয়ার সুযোগ বেশি পাচ্ছেন তিনি। এমনকী, ধোনির মোট ২২২ ছয়ের রেকর্ডও টপকে যেতে পারেন রোহিত শর্মা

একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির (৩৫১ ছয়)। এর মধ্যে অবশ্য এশিয়া একাদশ ও আইসিসি বিশ্ব একাদশের হয়ে মারা ছয়ও রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল মেরেছেন ৩০৫ ছয়। অবশ্য এর মধ্যে আইসিসি বিশ্ব একাদশের হয়ে মারা ছয়ও রয়েছে। শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সনৎ জয়সূর্য আছেন তিন নম্বরে, তিনি মেরেছেন ২৭০ জয়। এর মধ্যে এশিয়া একাদশের হয়ে মারা ছয়ও রয়েছে। মোট ছয়ের তালিকায় প্রথম দশে ধোনি-রোহিত ছাড়াও আছেন দুই ভারতীয় সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। সচিন মেরেছেন ১৯৫ ছয়। সৌরভ মেরেছেন ১৯০ ছয়।

Advertisement

রোহিত সম্পর্কে এই তথ্যগুলো জানেন?

আরও পড়ুন: টেস্ট ক্রিকেট কি মৃতপ্রায়? আইসিসি চেয়ারম্যান শশাঙ্কের উল্টো সুরে মন্তব্য সিইও রিচার্ডসনের​

আরও পড়ুন: ল্যাঙ্গারের মতে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক ব্যাটসম্যান কে জানেন?

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement