Cricket

রাজকোটে নজিরের সামনে রোহিত, ভাঙতে চলেছেন আফ্রিদির এই রেকর্ড

প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেরে সিরিজে পিছিয়ে রয়েছে ভারত। সিরিজে সমতা ফেরানোর লড়াই রাজকোটে।

Advertisement

সংবাদ সংস্থা

রাজকোট শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ১৭:৪৩
Share:

রোহিতের দিকে নজর দেশের ক্রিকেটভক্তদের। ছবি—এপি।

টি টোয়েন্টি সিরিজের শুরুতেই পিছিয়ে পড়েছে ভারত। নয়াদিল্লিতে অনুষ্ঠিত প্রথম টি টোয়েন্টি ম্যাচ ৩ বল বাকি থাকতেই জিতে নেয় বাংলাদেশ। বৃহস্পতিবার রাজকোটে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে সমতা ফেরানোই উদ্দেশ্য ভারতের।

Advertisement

সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যক্তিগত মাইলস্টোনের সামনে ‘টিম ইন্ডিয়া’র ক্যাপ্টেন রোহিত শর্মা। প্রথম টি টোয়েন্টি ম্যাচে বায়ু দূষণ বড় সমস্যা হয়ে দেখা দিয়েছিল। রাজকোটের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে।

সিরিজে পিছিয়ে থাকা ভারত দ্বিতীয় ম্যাচে কয়েকটা পরিবর্তন আনতেই পারে। বুধবার সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘‘আমাদের ব্যাটিং নিয়ে কোনও সমস্যাই নেই। ব্যাটিংয়ে পরিবর্তনের কোনও কারণ রয়েছে বলে মনে করি না। তবে আমরা আগে পিচের চরিত্র বিশ্লেষণ করে দল হিসেবে আমরা কী করতে পারি তা নিয়ে চিন্তাভাবনা করব।’’

Advertisement

আরও পড়ুন: আইপিএল-এ জার্সির রং বদলাচ্ছে অশ্বিনের, পঞ্জাব ছেড়ে নতুন ঠিকানায় তারকা স্পিনার

বৃহস্পতিবার ‘স্পেশ্যাল শতরান’-এর সামনে ভারত অধিনায়ক। ব্যাট হাতে রোহিতের ব্যাট বহুবার ঝলসে উঠেছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই সেঞ্চুরি রয়েছে তাঁর। এ বারের শতরান একটু অন্য ধরনের। আগামিকাল পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির নজির ভাঙতে চলেছেন ‘হিটম্যান’। ইতিমধ্যেই ৯৯টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে রোহিতের। নয়াদিল্লিতেই তিনি মহেন্দ্র সিংহ ধোনিকে টপকেছেন। ভারতের প্রাক্তন অধিনায়ক ৯৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন। রাজধানীতেই রোহিত ছাপিয়ে গিয়েছেন ধোনিকে। আফ্রিদিরও নামের পাশে লেখা রয়েছে ৯৯টি টি টোয়েন্টি ম্যাচ।

আফ্রিদিকে ছাপিয়ে শততম টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলতে চলেছেন রোহিত। রাজকোটে নামলে দেশের হয়ে সব চেয়ে বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার নজির গড়বেন ‘হিটম্যান’। সব চেয়ে বেশি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। তাঁর নামের পাশে লেখা রয়েছে ১১১টি টি টোয়েন্টি ম্যাচ। মালিককে ছুঁতে অবশ্য এখনও দেরি রয়েছে রোহিতের। বৃহস্পতিবারের ম্যাচ ভারত অধিনায়কের কাছে একদিকে ব্যক্তিগত মাইলস্টোনের, অন্যদিকে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ। অধিনায়ক রোহিত কি চাপ অনুভব করতে শুরু করেছেন? রোহিত বলছেন, ‘‘দল হিসেবে আমাদের উপরে চাপ রয়েছে। প্রথম ম্যাচটা আমরা দল হিসেবে হেরে গিয়েছি। নির্দিষ্ট কোনও বিভাগের উপরে আমরা ফোকাস করছি না।’’

আরও পড়ুন: ফিরল পুরনো ছবি, দিল্লিতে খেলা চলাকালীন অসুস্থ দুই বাংলাদেশি ক্রিকেটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন