Indian cricketers

ফিরবেন চহাল? দেখুন কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ

মুম্বইয়ে রুদ্রপ্রতাপ দেখা গিয়েছিল রোহিতের।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০৯:১৬
Share:
০১ ১২

মুম্বইয়ে রুদ্রপ্রতাপ দেখা গিয়েছিল রোহিতের। যোগ্য সঙ্গ দিয়েছিলেন রায়ুডু। বল হাতেও সফল হয়েছিলেন ভারতীয় বোলাররা। এ বার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয়ের সুযোগ। থাকবে কি একই দল? না দলে ফিরবেন চহাল। দেখে নেওয়া যাক কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ।

০২ ১২

রোহিত শর্মা: চতুর্থ একদিনের ম্যাচে ঝড় তুলেছিলেন। আজ ওপেনার রোহিতের ব্যাট কী করে সে দিকে তাকিয়ে থাকবে টিম ইন্ডিয়া।

Advertisement
০৩ ১২

শিখর ধওয়ন: শুরুটা ভাল করলেও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারছেন না। বাদ না পড়লেও আজ কঠিন পরীক্ষার সামনে ধওয়ন। এখনও পর্যন্ত এই সিরিজে বড় রান তেমন নেই।

০৪ ১২

বিরাট কোহালি: অধিনায়ক কোহালি সম্পর্কে কোনও বিশেষণই বোধ হয় যথেষ্ট নয়। পর পর তিনটি শতরান। চতুর্থ ম্যাচে সফল হননি। আজ ভাল কিছু করার তাগিদ থাকবে।

০৫ ১২

অম্বাতি রায়ুডু: ফর্মে আছেন। স্কোরবোর্ড সচল রাখার কাজ দারুণ ভাবে করতে দেখা গিয়েছে চার নম্বরে নামা রায়ুডুকে। আগের ম্যাচে সেঞ্চুরি করেছেন। চার নম্বর জায়গাটা ক্রমেই পাকা করছেন এই ডানহাতি।

০৬ ১২

এম এস ধোনি: ব্যাট হাতে পুরনো ধোনিকে দেখতে পাওয়া যাচ্ছে না। আবার বিকল্প কাউকে এই মুহূর্তে দেখাও যাচ্ছে না। বিশ্বকাপের কথা মাথার রাখলে ব্যাট হাতেও ঝলক দেখাতে হবে ধোনিকে।

০৭ ১২

কেদার যাদব: চোট সারিয়ে দলে ফিরছেন। দলের ভারসাম্য বেড়েছে। আগের ম্যাচে ফিল্ডার হিসাবেও নিজের উপস্থিতি বুঝিয়ে দিয়েছেন। আজও কেদারের কাছ থেকে ভাল কিছু প্রত্যাশা থাকবে দলের।

০৮ ১২

রবীন্দ্র জাদেজা: অলরাউন্ডার জাদেজা দলের গুরুত্বপূর্ণ সদস্য। বল-ব্যাটের পাশাপাশি জাদেজার ফিল্ডিংও দলের গুরুত্বপূর্ণ সম্পদ।

০৯ ১২

কুলদীপ যাদব: চতুর্থ একদিনের ম্যাচে বল হাতে ভেলকি দেখিয়েছেন। ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন। আজকের ম্যাচেও কুলদীপ জাদু অব্যাহত থাকবে আশা করা যায়।

১০ ১২

খলিল আহমেদ: চতুর্থ একদিনের ম্যাচে খলিলের আগুন ঝরানো স্পেলে ঝলসে গিয়েছিলেন ক্যারিবিয়ানরা। আজও খলিলের কাছ থেকে এমনই স্পেল চাইবেন কোহালি-রোহিতরা।

১১ ১২

ভুবনেশ্বর কুমার: চোট মুক্ত হয়ে ফিরে এখনও সেই পুরনো ভুবিকে দেখা যাচ্ছে না। গত ম্যাচে প্রথমে বিপক্ষকে ধাক্কা দিলেও পুরনো মেজাজের অভাব দেখা গিয়েছে। আজ ভুবনেশ্বর কী করেন সেটাই দেখার।

১২ ১২

যশপ্রীত বুমরা: প্রথম একাদশে ফিরেই নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন। সিরিজ জয়ের জন্য বুমরাকে আজ পুরনো ছন্দে পেতে চাইবেন কোহালিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement