Cricket

ওয়াড়েকর থেকে বিরাট, বিলেতের মাঠে এই নিয়ে সাত টেস্ট জিতল ভারত

ট্রেন্টব্রিজে জয় ইংল্যান্ডের মাটিতে ভারতের সপ্তম জয়। এর আগে বিলেতে ছয় টেস্ট জিতেছে ভারত। ১৯৩২ সাল থেকে এদেশে আসছে ভারত। চলতি পাঁচ টেস্টের সিরিজ হল ইংল্যান্ডে ভারতের ১৮তম টেস্ট সিরিজ। তার মধ্যে জয় এসেছে মাত্র তিন সিরিজে। এখনও ২-১ পিছিয়ে থাকা বিরাট কোহালিরা কি পারবেন সিরিজ ছিনিয়ে আনতে, আশায় ক্রিকেটপ্রেমীরা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ১৩:১৩
Share:
০১ ০৮

ট্রেন্টব্রিজে জয় ইংল্যান্ডের মাটিতে ভারতের সপ্তম জয়। এর আগে বিলেতে ছয় টেস্ট জিতেছে ভারত। ১৯৩২ সাল থেকে এদেশে আসছে ভারত। চলতি পাঁচ টেস্টের সিরিজ হল ইংল্যান্ডে ভারতের ১৮তম টেস্ট সিরিজ। তার মধ্যে জয় এসেছে মাত্র তিন সিরিজে। এখনও ২-১ পিছিয়ে থাকা বিরাট কোহালিরা কি পারবেন সিরিজ ছিনিয়ে আনতে, আশায় ক্রিকেটপ্রেমীরা।

০২ ০৮

ভারতের প্রথম টেস্ট জয় ১৯৭১ সালে। প্রয়াত অজিত ওয়াড়েকরের নেতৃত্বে। কেনিংটন ওভালে সেই টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তুলেছিল ৩৫৫। ভারতের প্রথম ইনিংস শেষ ২৮৪ রানে। দ্বিতীয় ইনিংসে ভাগবত্ চন্দ্রশেখরের ছয় উইকেটের দাপটে ইংল্যান্ড শেষ ১০১ রানে। চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছয় ভারত। সিরিজও জেতে ভারত।

Advertisement
০৩ ০৮

ইংল্যান্ডে ভারতের দ্বিতীয় টেস্ট জয় ১৯৮৬ সালে কপিল দেবের নেতৃত্বে লর্ডসে। টস হেরে ব্যাট করতে নেমে গুচের শতরানের সুবাদে ২৯৪ তোলে ইংল্যান্ড। পাঁচ উইকেট চেতন শর্মার। বেঙ্গসরকরের শতরান আনে ৪৭ রানের লিড। অমরনাথ করেন ৬৯। দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে শেষ ইংল্যান্ড। চার উইকেট কপিলের। রান তাড়া করে পাঁচ উইকেট জেতে ভারত।

০৪ ০৮

১৯৮৬ সালে কপিলের দল লিডসে দ্বিতীয় টেস্টেও জেতে। ২৭৯ রানের বিপুল ব্যবধানে আসে জয়। ভারত প্রথম ইনিংসে তোলে ২৭২। রজার বিনির পাঁচ উইকেট ধ্বস নামায় বিপক্ষ ইনিংসে। ইংল্যান্ড থামে মাত্র ১০২ রানে। বেঙ্গসরকরের আবার শতরানে ভারত দ্বিতীয় ইনিংসে তোলে ২৩৭। রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শেষ ১২৮ রানে। সিরিজ ২-০ জেতে ভারত।

০৫ ০৮

২০০২ সালের লিডসে প্রতিকূল কন্ডিশনের বিরুদ্ধে লড়ে জেতে সৌরভের দল। দুই টেস্টের পর সিরিজে ভারত তখন ০-১ পিছিয়ে। তারপরও সবুজ উইকেটে টস জিতে ব্যাট করে ৬২৮ রানে ডিক্লেয়ার করে টিম ইন্ডিয়া। শতরান করেন দ্রাবিড়, সচিন, সৌরভ। ইংল্যান্ড ২৭৩ তুলে ফলো-অন করে। দ্বিতীয় ইনিংসে থামে ৩০৯ রানে। ইনিংস ও ৪৬ রানে জেতে ভারত।

০৬ ০৮

২০০৭ সালে ট্রেন্টব্রিজে দ্রাবিড়ের ভারত জেতে সাত উইকেটে। টস জিতে ফিল্ডিং নিয়েছিল ভারত। ইংল্যান্ডকে ১৯৮ রানে থামিয়ে দেন বোলাররা। ভারত তোলে ৪৮১। অর্ধশতরান করেন সচিন, সৌরভ, কার্তিক, জাফর, লক্ষ্মণ। জাহির খানের পাঁচ উইকেটের সুবাদে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ৩৫৫ রানে শেষ হয়। তিন উইকেট খুইয়ে আসে জয়। সঙ্গে সিরিজও।

০৭ ০৮

২০১৪ সালে লর্ডসে ইংল্যান্ডকে ৯৫ রানে হারান ধোনিরা। প্রথম ইনিংসে রাহানের শতরানে ভারত তোলে ২৯৫। ইংল্যান্ডে তোলে ৩১৯। ব্যালান্স করেন শতরান। ভুবনেশ্বর নেন ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে ভারত ৩৪২। বিজয় ৯৫, জাদেজা ৬৮, ভুবি ৫২। বিধ্বংসী ইশান্তের সাত উইকেটে চতুর্থ ইনিংসে ইংল্যান্ড শেষ ২২৩ রানে। জয়ের ছন্দ রাখা যায়নি পরে।

০৮ ০৮

চলতি সিরিজে ইংল্যান্ডের মাটিতে ভারতের সপ্তম টেস্ট জয় এল। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ভারত ৩২৯। জবাবে হার্দিক পান্ড্যর পাঁচ উইকটে ইংল্যান্ড থামল ১৬১ রানে। বিরাট কোহালির শতরানে ভারত ৩৫২ রানে ছাড়ল দ্বিতীয় ইনিংস। ৫২১ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ৩১৭। জশপ্রীত বুমরা নিলেন পাঁচ উইকেট। সিরিজে ফিরল ভারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement