SUBHMAN GILL

WTC Final 2021: সাদাম্পটনে নিজের স্বাভাবিক খেলাই খেলতে চান শুভমন গিল

আক্রমণই সেরা রক্ষণ মনে করেন গিল

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ জুন ২০২১ ০২:০১
Share:

শুভমন গিল ফাইল চিত্র

বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেদেশের মাটিতে তাঁর আক্রমনাত্মক ব্যাটিং নজর কেড়েছিল ক্রিকেট অনুরাগীদের। এবার ইংল্যান্ডের মাটিতে সামনে নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অনূর্ধ্ব -১৯ ও ভারতের এ দলের হয়ে ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান শুভমন গিল।

Advertisement

ভারতের ওপেনার বলেন, ‘‘আমি যখন ইংল্যন্ডে ভারতীয় এ দল ও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে খেলতে এসেছিলাম তখন সবাই আমায় বেশি বল খেলার দিকে মনোযোগী হতে বলেছিল। তবে আমি মনে করি এখানে উইকেটে টিকে থাকাটাই আসল নয় রান করাটাও জরুরি।’’

তাঁর বক্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন গিল। তিনি বলেন, ‘‘অভিজ্ঞতা থেকে এটা বুঝতে পেরেছি, রান পেলে বোলাররাও চেপে বসার সুযোগ পায় না। কিন্তু শুধু নিজের উইকেট বাঁচানোর দিকে মন দিলে অনেক বাজে বলও বাধ্য হয়ে ছেড়ে দিতে হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement