India vs Sri Lanka

লড়ছেন একা পূজারা, বৃ্ষ্টিতে পণ্ড দ্বিতীয় দিনের খেলা

ফের এক বার বৃষ্টির চোখরাঙানিতে বন্ধ হয়ে গেল ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টে দ্বিতীয় দিনের খেলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৭ ১১:৩৯
Share:

নড়াই চালাচ্ছেন চেতেশ্বর পূজারা। ছবি: বিসিসিআই।

• দিনের শেষে ভারত ৭৪/৫ (৩২.৫)।

Advertisement

• দ্বিতীয় দিনের মত খেলার ইতি ঘোষণা করল আম্পায়াররা।

• আরক কিছু সময় দেখার সিদ্ধান্ত। পরে হলেও ম্যাচ শুরুর বিষয় আশাবাদী গ্রাউন্ডসম্যানরা।

Advertisement

• পিচ পরিদর্শনে এলেন দুই আম্পায়ার।

• এখনও কভারে ঢাকা গোটা।

• টি টাইম।

• খেলা চালু হওয়ার কোনও সংকেতই নেই।

• খেলা চালু হওয়ার কোনও সংকেতই নেই।

• ঝিরিঝিরি বৃষ্টি লাগাতার পরে চলেছে।

• লাঞ্চ টাইম।

• বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেল খেলা। ভারত ৭৪/৫।

• ফের এক বার উইকেট হারাল টিম ইন্ডিয়া। চার রান করে আউট হলেন রবিচন্দ্রন অশ্বিন। ফের উইকেট নিলেন শনকা।

• ভারতীয় শিবিরে দিনের প্রখম আঘাত হানলেন শনকা। আউট হলেন অজিঙ্ক রাহানে।

আরও পড়ুন: ঘূর্ণির দুর্গে গতির তেজ

আরও পড়ুন: ‘গতির তুফান উঠেছে, কিন্তু বিনোদন কই’

• দিনের শুরুতেই উইকেট হারাল টিম ইন্ডিয়া।

• শুরু হল দ্বিতীয় দিনের খেলা।

ইডেন টেস্টে প্রথম দিন শেষে ১১.৫ ওভারে ভারতের রান ছিল ১৭/৩।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement