Cricket

পৃথ্বীর মতো প্রথম টেস্টে শতরান করেছিলেন এই ভারতীয়রাও

অল্প একটুর জন্য দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সুযোগ হারালেন পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭০ রানে আউট হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মাকে স্পর্শ করতেন পারলেন না তিনি। যদিও ভারতীয় হিসেবে জীবনের প্রথম টেস্টে শতরানের রেকর্ড করে ফেলেছেন পৃথ্বী। দেখে নেওয়া যাক আর কে কে আছেন এই তালিকায়।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৮ ১৬:৩৮
Share:
০১ ০৮

অল্প একটুর জন্য দ্বিতীয় টেস্টে সেঞ্চুরির সুযোগ হারালেন পৃথ্বী শ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭০ রানে আউট হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মাকে স্পর্শ করতেন পারলেন না তিনি। যদিও ভারতীয় হিসেবে জীবনের প্রথম টেস্টে শতরানের রেকর্ড করে ফেলেছেন পৃথ্বী। দেখে নেওয়া যাক আর কে কে আছেন এই তালিকায়।

০২ ০৮

রোহিত শর্মা: ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করেন। ১৭৭ রান করেন সেই ম্যাচে।

Advertisement
০৩ ০৮

শিখর ধওয়ন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মোহালিতে প্রথম টেস্ট খেলেন। সেই ম্যাচে করেছিলেন ১৮৭ রান।

০৪ ০৮

সুরেশ রায়না: ২০১০ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিলেন। করেছিলেন ১২০ রান।

০৫ ০৮

বীরেন্দ্র সহবাগ: দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্টে খেলেছিলেন বীরু। সচীন ছাড়া বাকি ভারতীয় ব্যাটসম্যানরা মুখ থুবড়ে পড়েছিলেন সেই ম্যাচে। আর তখনই রুখে দাঁড়ান সহবাগ। করেছিলেন ১০৫ রান।

০৬ ০৮

সৌরভ গঙ্গোপাধ্যায়: ভারতীয় ক্রিকেটের মহারাজ ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন। ১৯৯৬-তে লর্ডসে সে দিন করেছিলেন ১৩১ রান। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরি করেন তিনি।

০৭ ০৮

মহম্মদ আজহারউদ্দিন: ১৯৮৪তে প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়েছিলেন আজহার। ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক ম্যাচে করেছিলেন ১১০ রান।

০৮ ০৮

পৃথ্বী শ: তালিয়া চলে এলেন পৃথ্বী। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে করেছিলেন ১৩৪ রান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement