Chess Player

Russia-Ukraine Conflict: বাড়িতে একাই আটকে, রসদ কমছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছাড়ার অপেক্ষায় ভারতীয় দাবাড়ু

ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির কথা মাথায় রেখে কী ভাবে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্বেষ জানিয়েছেন, তাঁদের সঙ্গে ভারতীয় দূতাবাসের যোগাযোগ রয়েছে। দূতাবাসের নির্দেশ অনুযায়ী কাজ করছেন তাঁরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:০৯
Share:

ছবি: টুইটার থেকে

২০১২ সাল থেকে ইউক্রেনে রয়েছেন তিনি। এর আগেও নানা রকম বিক্ষোভ, আন্দোলনের সাক্ষী থেকেছেন। কিন্তু এ বারে যা হচ্ছে তা কল্পনাও করতে পারেননি ভারতীয় দাবাড়ু অন্বেষ উপাধ্যায়। ২০১৭ সালে র‌্যাপিড দাবায় জাতীয় চ্যাম্পিয়ন হওয়া অন্বেষ আটকে রয়েছেন কিভের একটি অ্যাপার্টমেন্টে। সম্পূর্ণ একা। রসদও কমছে ধীরে ধীরে। কী ভাবে দেশে ফিরবেন, সেই চেষ্টাই করছেন তিনি।

কিভ হাসপাতালে গ্যাস্ট্রোএন্ট্রোলজিতে একটি কোর্স করছেন অন্বেষ। মার্চ মাসে দেশে ফিরে আসার কথা ছিল ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দার। কিন্তু তার আগেই রাশিয়া সেনা অভিযান শুরু করে। ফলে সব বিমান বাতিল করে দেওয়া হয়। কিভে বসে অন্বেষ বলেন, ‘‘এই রকমের পরিস্থিতি হবে ভাবিনি। পুরোদস্তুর যুদ্ধ চলছে।’’

Advertisement

ভারতের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির কথা মাথায় রেখে কী ভাবে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনা যায় সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। অন্বেষ জানিয়েছেন, তাঁদের সঙ্গে ভারতীয় দূতাবাসের যোগাযোগ রয়েছে। দূতাবাসের নির্দেশ অনুযায়ী কাজ করছেন তাঁরা।

অন্বেষ বলেন, ‘‘আমরা দূতাবাসের নির্দেশের অপেক্ষা করছি। আমাদের বলা হয়েছে ঘরের ভিতরে থাকতে। বেশ কিছু শিবিরের ঠিকানা দেওয়া হয়েছে। দরকার পড়লে সেখানে যেতে বলা হয়েছে। যত দ্রুত আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা দূতাবাস করছে।’’

Advertisement

পরিস্থিতি খারাপ হওয়ার আগে খাবার, জল ও অন্য কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী কিনে রেখেছিলেন অন্বেষ। ফলে এখন সে রকম সমস্যা না হলেও ধীরে ধীরে রসদ ফুরিয়ে যাবে। তার মধ্যে দেশে ফেরার ব্যবস্থা না হলে কী হবে সেটা ভেবেই উদ্বিগ্ন হচ্ছেন অন্বেষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন