Canada Open 2025

শীর্ষ বাছাইকে ৪৩ মিনিটে উড়িয়ে দিলেন শ্রীকান্ত, পৌঁছে গেলেন কানাডা ওপেনের সেমিফাইনালে

সেমিফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের প্রতিপক্ষ জাপানের কেন্তা নিশিমোতো। তিনি প্রতিযোগিতার তৃতীয় বাছাই। ২০১৭ সালে নিশিমোতোকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্রীকান্ত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৭:৩৪
Share:

কিদম্বী শ্রীকান্ত। ছবি: এক্স (টুইটার)।

শীর্ষ বাছাইকে হারিয়ে কানাডা ওপেনের সেমিফাইনালে উঠলেন কিদম্বী শ্রীকান্ত। ইন্দোনেশিয়া ওপেনের রানার্স চৌ তিয়েন চেনকে ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় হারালেন সরাসরি গেমে। ম্যাচের ফল শ্রীকান্তের পক্ষে ২১-১৮, ২১-৯।

Advertisement

প্রথম গেমে দু’জনের মধ্যে লড়াই হলেও দ্বিতীয় গেম একপেশে ভাবে জিতে নেন বিশ্বের প্রাক্তন এক নম্বর শ্রীকান্ত। বিশ্ব ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে থাকা চেনকে ৪৩ মিনিটে হারিয়ে কানাডা ওপেনের শেষ চারে পৌঁছে গেলেন তিনি। ২০২৫ সালে এই নিয়ে দ্বিতীয় প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন শ্রীকান্ত। উল্লেখ্য, কানাডা ওপেনে এখনও একটি গেম হারেননি তিনি।

সেমিফাইনালে ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়ের প্রতিপক্ষ জাপানের কেন্তা নিশিমোতো। ২০১৭ সালে এই নিশিমোতোকে হারিয়েই ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন হয়েছিলেন শ্রীকান্ত। সেটাই তাঁর জেতা শেষ বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব। শ্রীকান্ত-নিশিমোতো লড়াই ঘিরে উৎসাহ তৈরি হয়েছে ব্যাডমিন্টন মহলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement