ঘুরে দাঁড়ানোর মঞ্চ ট্রেন্টব্রিজে ভারতের টেস্ট রেকর্ড কেমন জানেন?

প্রথম টেস্টে কিছুটা লড়াই করলেও লর্ডসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং। পাঁচ টেস্টে সিরিজে ২-০ তে পিছিয়ে পড়া কোহালিদের সামনে এ বার ট্রেন্টব্রিজ। সিরিজে টিকে থাকতে হলে এখানে ভাল খেলতেই হবে ভারতকে। কিন্তু সেই ট্রেন্টব্রিজে ভারতের টেস্ট রেকর্ড কেমন? দেখে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৮ ১১:৫০
Share:
০১ ০৮

প্রথম টেস্টে কিছুটা লড়াই করলেও লর্ডসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ভারতীয় ব্যাটিং। পাঁচ টেস্টে সিরিজে ২-০ তে পিছিয়ে পড়া কোহালিদের সামনে এ বার ট্রেন্টব্রিজ। সিরিজে টিকে থাকতে হলে এখানে ভাল খেলতেই হবে ভারতকে। কিন্তু সেই ট্রেন্টব্রিজে ভারতের টেস্ট রেকর্ড কেমন? দেখে নেওয়া যাক।

০২ ০৮

নটিংহ্যামে ভারত প্রথম টেস্ট ম্যাচটি খেলে ১৯৫৯ সালে। পঙ্কজ রায়, নরি কন্ট্রাকটরদের সেই দল অবশ্য খুব খারাপ ভাবে হারে ইংল্যান্ডের কাছে। এক ইনিংস ও ৫৯ রানে হারতে হয় তাঁদের।

Advertisement
০৩ ০৮

এই মাঠে পরের টেস্টটি ভারত খেলে প্রায় চার দশক পরে। ১৯৯৬ সালের সেই টেস্ট ম্যাচ ড্র হলেও ভারতীয় সমর্থকদের তা মনে রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। সেঞ্চুরি-সহ তিনটি উইকেট পান তিনি।

০৪ ০৮

পরের টেস্ট ২০০২ সালে। সেই টেস্টও ড্র করে সৌরভের ভারত। সেঞ্চুরি করেন সহবাগ ও রাহুল দ্রাবিড়। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে আউট হন অধিনায়ক সৌরভ।

০৫ ০৮

২০০৭ সালের জুলাই মাসে ট্রেন্টব্রিজে একমাত্র টেস্ট জয়টি পায় রাহুল দ্রাবিড়ের ভারত। মোট ন’উইকেট নিয়ে ম্যাচের সেরা হন জাহির খান।

০৬ ০৮

পরবর্তী লড়াই ২০১১ সালে। ব্যাট এবং বল হাতে মহেন্দ্র সিংহ ধোনির ভারতকে প্রায় একাই উড়িয়ে দেন স্টুয়ার্ট ব্রড।

০৭ ০৮

এই মাঠে শেষ টেস্টটি ভারত খেলে চার বছর আগে। সে বার বল নয়, ব্যাট হাতে ইংল্যান্ডের রক্ষাকর্তা হন জেমস অ্যান্ডারসন। ১১ নম্বরে নেমে করেন ৮১ রান। ড্র হয় টেস্ট।

০৮ ০৮

অর্থাত্ এখনও পর্যন্ত এই মাঠে মোট ছ’টা টেস্ট খেলে জিতেছে একটিতে। হেরেছে দু’টিতে। আর বাকি তিনটি টেস্ট হয়েছে ড্র। সপ্তম টেস্টে কোহালিরা কী করেন, সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement