দুটো ম্যাচ বাকি। জিততে হবে দু’টিতেই। তাতে প্লে অফের সম্ভাবনা কিছুটা থাকবে। এই অবস্থায় ঘরের মাঠে লিগ টেবিলের এক নম্বর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এক নজরে দেখে নেওয়া যাক এই মাস্ট উইন ম্যাচে কেমন হতে পারে কোহালিদের প্রথম একাদশ।
বিরাট কোহালি: ভাল ফর্মে রয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক। গত ম্যাচেও করেছেন ২৮ বলে অপরাজিত ৪৮। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ১৪২ স্ট্রাইক রেটে ৫১৪ রান করেছেন। ছবি: পিটিআই।
পার্থিব পটেল: ওপেনিংয়ে সুযোগ পেয়ে একটি ম্যাচ বাদে রান করেছেন সবকটিতেই। গত ম্যাচেও করেছেন ২২ বলে অপরাজিত ৪০। ছবি: পিটিআই।
মইন আলি: ব্যাটে এখনও সফল না হলেও ভাল বল করছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার। আজ প্রথম দলে সম্ভবত তিনি থাকছেন। ছবি: এএফপি।
এবি ডেভিলিয়ার্স: গত ম্যাচে ব্যাট করতে হয়নি। তার আগের ম্যাচে অপরাজিত ৭২ করে ম্যাচ জিতিয়েছেন। এবি ফর্মে থাকলে হায়দরাবাদের সমস্যা হবে। ছবি: পিটিআই।
মনদীপ সিংহ: নীচের দিকে নেমে মূল্যবান রান করেছেন অনেক ক্ষেত্রেই। পঞ্জাবের এই ডানহাতি আজ প্রথম দলে নিশ্চিত। ছবি: এএফপি।
সরফরাজ খান: একেবারেই ফর্মে নেই এই তরুণ ব্যাটসম্যান। আজ কিছু করে দেখাতে না পারলে দল থেকে বাদ পড়তে হতে পারে। ছবি: এপি।
কলিন ডে গ্র্যান্ডহোম: বল হাতে গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়ে এবং প্রয়োজনের সময় রান করে দলকে সাহায্য করেছেন। আজ তাই দলে নিশ্চিত এই কিউয়ি অলরাউন্ডার। ছবি: পিটিআই।
টিম সাউদি: বল হাতে বেশ ভাল ফর্মে রয়েছেন এই কিউয়ি। বেঙ্গালুরুর পেস ব্যাটারির অন্যতম অস্ত্র আজ তিনিই। ছবি: এএফপি।
উমেশ যাদব: আরসিবির সবচেয়ে ফর্মে থাকা পেসার। দু’একটি ম্যাচ বাদে দুর্দান্ত বোলিং করেছেন এই স্পিডস্টার। ছবি: এএফপি।
মহম্মদ সিরাজ: রান দিলেও প্রায় প্রতি ম্যাচেই উইকেট নিয়েছেন এই পেসার। আজও প্রথম দলে তিনি নিশ্চিত। ছবি: এএফপি।
যুজবেন্দ্র চাহাল: যত টুর্নামেন্ট গড়িয়েছে ততই ফর্মে ফিরেছেন এই রিস্টস্পিনার। আজও প্রথম দলে তিনি নিশ্চিত। ছবি: এএফপি।