IPL

রাজস্থান-ম্যাচে ঝড়ের আভাস, নেটে আক্রমণাত্মক মেজাজে রাসেল-নারাইন

জয়ে ফিরতে মরিয়া কেকেআর-ব্রিগেড বৃহস্পতিবার আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে। সেই রকমই ইঙ্গিত মিলেছে নাইটদের অনুশীলনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৯ ১৯:১৪
Share:

রাসেলের দিকে তাকিয়ে কেকেআর। ছবি: এএফপি।

টানা পাঁচ ম্যাচে হার। প্লে অফে যাওয়ার সমীকরণ রীতিমতো কঠিন হয়ে উঠেছে কেকেআর-এর। এরকম পরিস্থিতিতে বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের মুখোমুখি নাইটরা।

Advertisement

জয়ে ফিরতে মরিয়া কেকেআর-ব্রিগেড বৃহস্পতিবার আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে। সেই রকমই ইঙ্গিত মিলেছে নাইটদের মঙ্গলবারের অনুশীলনে। কলকাতা নাইট রাইডার্সের ফেসবুক পেজে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের ব্যাটিং অনুশীলনের ভিডিয়ো পোস্ট করা হয়েছে।

মঙ্গলবারের অনুশীলনে রাসেল-নারাইনকে মারমুখীই দেখিয়েছে। নেট বোলারকে যথেচ্ছ মারছেন তাঁরা। বুধবার অবশ্য অনুশীলনে আসেননি রাসেল।

Advertisement

আরও খবর: নেতা সৌরভ বদলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট, এ বার তাঁর ছোঁয়ায় ঘুরে দাঁড়িয়েছে দিল্লি

আরও খবর:: নিলামে চেন্নাই আমাকে আর কিনবে না তাহলে… কেন বললেন ধোনি?

চলতি আইপিএলের শুরু থেকেই বিপক্ষের বোলারদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন নাইট অলরাউন্ডার। ক্যারিবিয়ান তারকা চলতে শুরু করলে কেকেআর-কে থামায় কার সাধ্যি! সমর্থকরাও রাসেলের কাছ থেকে আক্রমণাত্মক ব্যাটিং দেখতে চাইছেন।

ব্যাটিং অর্ডারে রাসেল নীচের দিকে নামেন। নাইট অলরাউন্ডারের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই মনে। জাক ক্যালিস আগেই জানিয়েছেন, দরকার হলে রাসেলকে ব্যাটিং অর্ডারে তুলে আনা হবে।

রাসেলের মতোই ওপেনার সুনীল নারাইন নেটে আক্রমণাত্মক মেজাজে ধরা দেন। ইনিংসের শুরুতে যদি নারাইন ধ্বংসলীলা চালান তা হলে রাজস্থান রয়্যালস বোলারদের পিঠ দেওয়ালে এসে ঠেকবে। বাকি কাজটা পরে এসে করবেন রাসেল। নেটে অনুশীলন করা আর ম্যাচে ব্যাট করা অবশ্য এক ব্যাপার নয়। এখন দেখার ম্যাচের দিন রাসেল ও নারাইন মারমুখী ব্যাটিং করতে পারেন কি না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement