IPL

অবলীলায় কাট-ড্রাইভ, দিল্লির মাঠে পুরনো সৌরভ ফেরালেন মহারাজ

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ১৭:২৪
Share:

দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে ব্যাট হাতে সৌরভ। ছবি: দিল্লি ক্যাপিটালসের টুইটার থেকে।

কথায় বলে, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে সেটাই দেখা গেল। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অবলীলায় মারছেন কাট, ড্রাইভ। যা দেখে ফেলে আসা দিনে ফিরে যেতেই পারেন ক্রিকেট পাগলরা।

Advertisement

প্রায় ১১ বছর আগে অবসর গ্রহণ করেছেন সৌরভ। এখন তিনি পুরোদস্তুর ক্রিকেট প্রশাসক। এ বারের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের পরামর্শদাতা হিসেবে কাজ করছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।

সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে সৌরভের দিকে বল ছুড়ে দেওয়া হচ্ছে। আর তিনি কখনও কাট করছেন, কখনও বা ড্রাইভ মারছেন। খেলোয়াড় জীবনে তাঁর কভার ড্রাইভ মনে করিয়ে দিত ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ডেভিড গাওয়ারকে। ব্যাটে বলে ঠিকঠাক হলেই সবুজ ঘাসের গালচে ছুঁয়ে সৌরভের কভার ড্রাইভ পৌঁছে যেত বাউন্ডারিতে। সৌরভের রাজকীয় ব্যাটিং দক্ষতা দেখে রাহুল দ্রাবিড় পর্যন্ত বলেছিলেন, “অফসাইডে সবার আগে ঈশ্বর, তার পরে দাদা।’’

Advertisement

আরও পড়ুন: ‘যেমন কর্ম, তেমন ফল’, সোশ্যাল মিডিয়ায় শুনতে হল অশ্বিনকে

আরও পড়ুন: নাগালের মধ্যে শিকার, তবুও ‘অশ্বিন’ হতে চাইলেন না রাসেল!

সেই দাদাই দিল্লি ক্যাপিটালসের অনুশীলনে ফিরিয়ে দিলেন একমুঠো রোদ্দুর।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement