Sport News

কোনও দলই কেনেনি, আগামী আইপিএলে আর দেখা যাবে না এঁদের

কেউ ব্যাটে ঝড় তুলেছেন। কেউ স্পিনে ঠকিয়েছেন। কারও বলের গতিতে বোকা বনেছেন ব্যাটসম্যান। এঁরা সকলেই আইপিএলে কামাল করেছেন। তবে ২০১৯-এর আইপিএলে আর দেখা যাবে না তাঁদের। কারণ, আইপিএলের নিলামের পর কোনও দলেই ঠাঁই হয়নি এঁদের। এই সব অবিক্রিত স্টার পারফর্মার কারা, দেখে নিন।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৭:০১
Share:
০১ ১২

কেউ ব্যাটে ঝড় তুলেছেন। কেউ স্পিনে ঠকিয়েছেন। কারও বলের গতিতে বোকা বনেছেন ব্যাটসম্যান। এঁরা সকলেই আইপিএলে কামাল করেছেন। তবে ২০১৯-এর আইপিএলে আর দেখা যাবে না তাঁদের। কারণ, আইপিএলের নিলামের পর কোনও দলেই ঠাঁই হয়নি এঁদের। এই সব অবিক্রিত স্টার পারফর্মার কারা, দেখে নিন।

০২ ১২

২০০৮-এ প্রথম আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ রানের অপরাজিত ইনিংসটা এখনও মনে রেখেছেন অনেকেই। সে বার তাঁর চার-ছয়ের তুবড়িতে ঝলসে গিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে গত আইপিএলে তাঁকে যেন খুঁজেই পাওয়া যায়নি। ৬ ম্যাচে মাত্র ১২৭ রান। এ বারের নিলামে অবিক্রিতই রয়ে গিয়েছেন তিনি।

Advertisement
০৩ ১২

বল বিকৃতি-কাণ্ডে ডেভিড ওয়ার্নারের নাম জড়ানোর পর সানরাইজার্স হায়দরাবাদে খেলা হয়নি তাঁর। ফলে একাদশ আইপিএলে দলে আসেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। ৬ ম্যাচে ১৪৮ রানও করেন। তবে দ্বাদশ আইপিএলে ওয়ার্নার দলে আসায় হেলসকে ছেড়ে দেয় সানরাইজার্স। ইদানীংফর্মেও ছিলেন না তিনি। সব মিলিয়ে আইপিএলের নিলামে নজর কাড়তে ব্যর্থ হেলস।

০৪ ১২

আইপিএলের ১৬ ম্যাচে রান ৫৭৭। স্ট্রাইক রেট ১৪১.৭৬। সব মিলিয়ে ২টো সেঞ্চুরিও রয়েছে। তা সত্ত্বেও কোনও এক অজানা কারণে এ বারের নিলামে দল পাননি দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা।

০৫ ১২

অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত ফর্ম দেখালে কী হবে, টি-টোয়েন্টির ময়দানে এখনও ব্রাত্যই থেকে গেলেন চেতেশ্বর পূজারা। আইপিএলের নিলামে দেখা গেল, তাঁকে নিতে আগ্রহীই নন কোনও দলের মালিক।

০৬ ১২

গত বারের আইপিএলে তাঁকে কিনতে ১ কোটি টাকা খরচ করেছিল কিংস ইলেভেন পঞ্জাব। তবে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ হন মনোজ তিওয়ারি। ৫ ম্যাচে মাত্র ৪৭ রান করেছিলেন তিনি। এ বারের নিলামে নিজের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা করলেও কোনও ক্রেতা পাননি মনোজ।

০৭ ১২

২০১৮-তে দিল্লির হয়ে আইপিএলে খেলার জন্য ১ কোটি ৪ লক্ষ টাকা পেয়েছিলেন উইকেটকিপার-ব্যাটসম্যান নমন ওঝা। তবে মাত্র একটা ম্যাচেই তাঁকে খেলানো হয়েছিল। মঙ্গলবারের নিলামে অবশ্য আর দল পাননি নমন।

০৮ ১২

এ বারের নিলামে দল পাননি শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজও। অনেকের মতে, আগামী বছরের আইপিএলে খেলার সুযোগ পেলেও টুর্নামেন্টের মাঝপথেই তাঁকে দেশের হয়ে আইসিসি বিশ্বকাপে খেলতে যেতে হত। সেই সঙ্গে তাঁর বেস প্রাইসটাও দেখুন। ২ কোটি টাকা! হয়তো এ সব মিলিয়েই আইপিএলের কোনও দলেই জায়গা হয়নি ম্যাথুজের।

০৯ ১২

একাদশ আইপিএলে ইংল্যান্ডের ক্রিস ওকসকে ৭ কোটি ৪ লক্ষ টাকা দিয়ে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবে ৫ ম্যাচে ৮ উইকেট নিলেও প্রচুর রান দিয়ে ফেলেছিলেন। তাঁর ইকোনমি রেট ছিল ১০.৩৬। নিলামের পর নিজেকে আর কোনও দলেই দেখতে পাননি ওকস।

১০ ১২

আইপিলের নিলামের পর ওয়েস্ট ইন্ডিজের শিমরন হেটমায়ারকে নিয়ে যখন হইচই হচ্ছে, তখন তাঁরই সতীর্থ জেসন হোল্ডার কোনও দলেই জায়গা পেলেন না।

১১ ১২

আইপিএলের ১১ ম্যাচে ১৯টি উইকেট শিকার করেছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। সফরকারী ভারতীয় দলের বিরুদ্ধেও বেশ ভাল পারফর্ম করেছেন। তবে তা-ও আগামী আইপিএলে দেখা যাবে না তাঁকে। অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য জাম্পাকে পুরো সময়ের জন্য আইপিএলে পাওয়া যাবে না বলেই বোধহয় তাঁকে কেনেনি কোনও দল।

১২ ১২

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া ওডিআই সিরিজে ৩ ম্যাচে ৭ উইকেট নিয়ে নিজের ফর্ম দেখিয়েছেন ডেল স্টেইন। তবে ৯০টি আইপিএল খেলা ডেলকে নিয়ে আগ্রহই দেখায়নি কোনও দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement