Cricket

ব্যর্থতার ভয়ে বেশি মরিয়া এবি

ডিভিলিয়ার্সের এখন ৩৭ বছর বয়স। অবসৃত বলে সে ভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ পান না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২১ ০৫:৪২
Share:

তারকা: পরিশ্রমই ডিভিলিয়ার্সের সাফল্যের মূল মন্ত্র। ফাইল চিত্র।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও কী ভাবে তিনি এমন বিধ্বংসী হয়ে উঠতে পারেন আইপিএলে? এ বি ডিভিলিয়ার্সকে নিয়ে এমন প্রশ্ন অনেক ক্রিকেট ভক্তের। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ওয়েবসাইটে ভিডিয়ো সাক্ষাৎকারে এ বি জবাব দিয়েছেন, ‘‘সব সময় যে খুব উপভোগ করি, তা কিন্তু নয়। যখন যে রকম পরিস্থিতিতে পড়ি, সেই অনুযায়ী খেলার চেষ্টা করি। মিডল অর্ডারে ব্যাট করলে নানা রকম পরিস্থিতির মুখোমুখি হতেই হয়।’’ যোগ করছেন, ‘‘মানিয়ে নেওয়াটাই আসল। তবে সব সময় সমান যাবে না। ব্যর্থ হওয়ার ভয় থাকেই।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘এই ব্যর্থ হওয়ার ভয়েই আমাকে আরও বেশি করে মনঃসংযোগ করতে সাহায্য করে। বলের উপর থেকে আমার মনকে সরতে দেয় না। প্রাথমিক কাজগুলো ঠিক করার দিকে নজর দিই আমি। প্রথম ২০টা বল ভাল করে খেলা যেমন খুব জরুরি।’’ ডিভিলিয়ার্সের এখন ৩৭ বছর বয়স। অবসৃত বলে সে ভাবে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার সুযোগ পান না। তিনি মানছেন, ‘‘এখন অনেক দিন পরে ক্রিকেট মাঠে নামি বলে ছন্দে ফেরাটা সহজ নয়। অনেক বেশি পরিশ্রম করতে হয়। গত আইপিএল খেলার পরে আমি মাস দু’য়েকের বিশ্রাম নিয়েছি। কিন্তু তখনও জিমে গিয়েছি ফিট থাকব বলে। তার পরেই বিশ্রাম কাটিয়ে ব্যাটে-বলে করা শুরু করি।’’

Advertisement

এ দিকে, ডিভিলিয়ার্সদের নতুন সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল আবার ফাঁস করেছেন, গত বছর অস্ট্রেলিয়া বনাম ভারত সীমিত ওভারের সিরিজ চলাকালীন বিরাট কোহালিই তাঁকে ইঙ্গিত দিয়েছিলেন আইপিএলে আরসিবি তাঁকে নিতে চায়। আরসিবি-র টুইট করা ভিডিয়োতে ম্যাক্সওয়েল বলেছেন, ‘‘মোবাইল বার্তায় বিরাটের সঙ্গে আমার প্রায়ই কথা হয়। অস্ট্রেলিয়াতে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরে যখন কথা হচ্ছিল, তখনই ও বলেছিল, তোমাকে পেলে আমরা খুশি হব। তবে সব কিছুই নির্ভর করছে নিলামের উপরে।’’ নিলামে লড়াইয়ের পরে ১৪.২৫ কোটি টাকায় ম্যাক্সওয়েলকে ছিনিয়ে নেয় কোহালির দল। ম্যাক্সওয়েল আরও জানিয়েছেন, নিলাম শুরু হওয়ার আগেই তাঁর হাতে আরসিবি-র টুপি তুলে দিয়েছিলেন সতীর্থ স্পিনার অ্যাডাম জ়াম্পা। বলেছেন, ‘‘নিলামের দিন আমরা নিউজ়িল্যান্ডে ছিলাম। ওখানে তখন রাত। অ্যাডাম ব্যাগ থেকে ওর আরসিবি টুপি বার করে আমাকে দেয়। ছবি তুলে বিরাটকে পাঠায়। সঙ্গে লেখে, অভিনন্দন, ওকে আরসিবি টুপিটা দিয়ে দিয়েছি।’’ বিরাট যা দেখে জবাবে বলেছিলেন, ‘‘তোমরা
খুব সরল।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন