IPL 2021

MS Dhoni: টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৩০০তম ম্যাচ, আইপিএল ফাইনালে ধোনির নতুন কীর্তি

চেন্নাই সুপার কিংসকে ২১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। জিতেছেন ১৩০টি ম্যাচে, হেরেছেন ৮১টি ম্যাচে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২১ ২০:২৫
Share:

টি২০ ক্রিকেটে ৩০০তম ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন ধোনি। ছবি: আইপিএল

মহেন্দ্র সিংহ ধোনি। প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিলেন অধিনায়ক হিসেবে। ২০০৭ সালে লম্বা চুলের সেই ধোনি ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। শুক্রবার কাঁচা পাকা চুলের ধোনি টি২০ ক্রিকেটে অধিনায়ক হিসেবে ৩০০তম ম্যাচ খেলতে নামলেন।

২০১৭ সালে ভারতীয় দলকে শেষ বার টি২০ ক্রিকেটে নেতৃত্ব দেন ধোনি। ৭২টি টি২০ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার মধ্যে ৪১টি ম্যাচে ভারত জিতেছে, হেরেছে ২৮টি ম্যাচে (একটি ম্যাচ টাই হয়, দু’টি ম্যাচে কোনও ফল হয়নি)।

Advertisement

চেন্নাই সুপার কিংসকে ২১৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি। জিতেছেন ১৩০টি ম্যাচে, হেরেছেন ৮১টি ম্যাচে। আইপিএল-এ রাইজিং পুণে সুপারজায়ান্টকে ১৪টি ম্যাচে নেতৃত্ব দেন ধোনি। তার মধ্যে পাঁচটি ম্যাচ জিতেছেন তিনি, হেরেছেন ন’টি ম্যাচে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

টি২০ ক্রিকেটে সব থেকে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব ধোনির। দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। ২০৮টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন