Virat Kohli

IPL 2021: ২০০তম ম্যাচ খেলতে নেমেও ‘অন্য কারণে’ বেশি গর্বিত কোহলী

সোমবার আরসিবি-র হয়ে ২০০তম ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলী। প্রথম মরশুম থেকে এই দলের হয়ে খেলছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২১ ২১:৫১
Share:

নীল জার্সি পরে কোহলী। ছবি টুইটার

সোমবার আরসিবি-র হয়ে ২০০তম ম্যাচ খেলে ফেললেন বিরাট কোহলী। প্রথম মরশুম থেকে এই দলের হয়ে খেলছেন। এক দলের হয়ে আইপিএল-এ সব থেকে বেশি ম্যাচ খেলে ফেললেন তিনি। তবে এই কীর্তির থেকেও কোভিড-যোদ্ধাদের সম্মানে বিশেষ নীল জার্সি পরতে পেরে বেশি গর্বিত কোহলী।

Advertisement

সোমবার ম্যাচ শুরুর আগে বলেন, “২০০তম ম্যাচের থেকেও আমার কাছে এই জার্সি পরাটা বেশি গুরুত্বপূর্ণ। মে মাসেই আমরা বলেছিলাম যে কোভিড-যোদ্ধাদের সম্মান জানাতে বিশেষ জার্সি পরে নামব। সেটাই করেছি। এই জার্সি নিলামে তোলা হবে এবং সেই টাকা ওদেরই কাজে লাগবে।”

বিশেষ এই দিনটি অবশ্য ভাল গেল না কোহলীর কাছে। নিজে ব্যাট হাতে সফল হতে পারলেন না। মাত্র ৪ বলে ৫ রান করেই ফিরে যান। দলও আউট হয়ে গিয়েছে ৯২ রানে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement