David Warner

David Warner: সমর্থকদের মন জিততে মাঠে যাওয়ার সময় কী করলেন ওয়ার্নার

খেলতে যাওয়ার সময় থেকেই এ দিন মেজাজে ছিলেন ওয়ার্নার। মাঠেও সেই মেজাজেই চালিয়ে গেলেন। ৪৫ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেললেন অজি ব্যাটার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২২ ১৮:২২
Share:

ডেভিড ওয়ার্নার. ফাইল ছবি।

রাজনৈতিক নেতারা বিভিন্ন রাজ্যে গিয়ে সেই রাজ্যের ভাষায় শুরুতে দু’চার কথা বলেন। অনেক সেলেব্রিটিও জনপ্রিয়তার জন্য স্থানীয় ভাষায় কিছু বলার চেষ্টা করেন। নেতা, সেলেব্রিটিদের সেই কথা শুনে অনুরাগী, ভক্তরা হাততালিও দেন। এমন ঘটনা প্রায়শই ঘটে। এ বার সেই তালিকায় যোগ হল ডেভিড ওয়ার্নারের নাম।

দিল্লি ক্যাপিটালসের অস্ট্রেলীয় ব্যাটার ভারতীয় ভাষায় বার্তা দিলেন সমর্থকদের। তবে দিল্লি ফ্র্যাঞ্চাইজির ক্রিকেটার দলের সমর্থকদের জন্য হিন্দি বলেননি। মুম্বইয়ে খেলা হচ্ছে বলে মারাঠিও বলেননি। ভারতের কোন ভাষা বললেন তিনি? ওয়ার্নারের মুখে শোনা গেল বাংলা।

Advertisement

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচের আগে বাংলায় বার্তা দিলেন ওয়ার্নার। টিম বাসে হোটেল থেকে মাঠে যাওয়ার সময় এক সতীর্থকে ওয়ার্নার বললেন, কেমন আছ? তোমাকে ভালবাসি।

বাংলা ভাষা অস্ট্রেলীয়দের কাছে অপরিচিত নয়। অস্ট্রেলিয়ার সংসদের স্বীকৃত ভাষাগুলির মধ্যে রয়েছে বাংলা। সেখানকার কোনও জনপ্রতিনিধি চাইলে সংসদে বাংলায় কথা বলতে পারেন। ওয়ার্নার বাংলা ভাষার চর্চা করেন বলে কখনও শোনা যায়নি। কিন্তু কলকাতার বিরুদ্ধে মাঠে নামার আগে ওয়ার্নারের বাংলায় দেওয়া বার্তা ভাইরাল হয়েছে। প্রতিপক্ষের সমর্থকদের কাছে টেনে তিনি কি পাল্লা ভারী করতে চাইলেন?

Advertisement

দিল্লি ফ্র্যাঞ্চাইজি ওয়ার্নারের বাংলা বলার ভিডিয়ো পোস্ট করেছে। বাংলার অনেকেই খুশি হয়ে ওয়ার্নারের প্রশংসাও করেছেন। তখনও অবশ্য বোঝা যায়নি বাংলার থেকেও রানের প্রতি ওয়ার্নারের ভালবাসা বেশি গভীর। বাংলাকে ভালবাসার বার্তা দিয়ে ওয়ার্নার মাঠে নেমে কলকাতার বোলারদের কিন্তু রেয়াত করেননি। ওপেন করতে নেমে ৪৫ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেললেন অজি ব্যাটার।

খেলতে যাওয়ার সময় থেকেই এ দিন হালকা মেজাজে ছিলেন ওয়ার্নার। মাঠে নেমেও সেই মেজাজেই চালিয়ে গেলেন তিনি। পৃথ্বী শ-এর সঙ্গে ওপেনিং জুটিতেই তুললেন ৫২ বলে ৯৩ রান। সব মিলিয়ে বেশ মেজাজেই আছেন ওয়ার্নার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন