David Warner

IPL 2022: টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড! ইউনিভার্স বসকে টপকে গেলেন ওয়ার্নার

বৃহস্পতিবার এ বারের আইপিএলে পুরনো দলকে প্রথম বার সামনে পেয়েই জ্বলে উঠলেন তিনি। অপরাজিত ৯২ রানের ইনিংস খেললেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২২ ২৩:০৮
Share:

বিশ্বরেকর্ড ওয়ার্নারের ছবি আইপিএল

গত বছর সানরাইজার্স হায়দরাবাদে থেকে অনেক অপমান সহ্য করতে হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। বৃহস্পতিবার এ বারের আইপিএলে পুরনো দলকে প্রথম বার সামনে পেয়েই জ্বলে উঠলেন তিনি। অপরাজিত ৯২ রানের ইনিংস খেললেন। একই সঙ্গে গড়ে ফেললেন বিশ্বরেকর্ড। টপকে গেলেন ক্রিস গেলকে।

টি-টোয়েন্টি ফরম্যাটে সব থেকে বেশি অর্ধশতরানের নজির গড়লেন ওয়ার্নার। এ দিন তিনি ৩৪ বলে অর্ধশতরান করেন। সেই সঙ্গেই গেলকে টপকে গেলেন তিনি। টি-টোয়েন্টিতে ওয়ার্নারের ৮৯টি শতরান হল। গেলের রয়েছে ৮৮টি। এর পরে রয়েছেন বিরাট কোহলী (৭৭), অ্যারন ফিঞ্চ (৭০) এবং রোহিত শর্মা (৬৯)।

Advertisement

ছয় বছর আগে হায়দরাবাদকে আইপিএল জিতিয়েছিলেন ওয়ার্নার। তার পর বেশ কয়েক বছর দলের হয়ে ভাল রান করেন। কিন্তু গত মরসুমে খারাপ খেলার কারণে প্রথমে তাঁর থেকে অধিনায়কত্ব কাড়া হয়, তার পর দল থেকেই বাদ দেওয়া হয়। সেই দলকে সামনে পেয়ে জ্বলে উঠলেন ওয়ার্নার। অল্পের জন্য শতরান না পেলেও তাঁর খেলা নজর কেড়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন