Virat Kohli

IPL 2022: রোহিতকে ধন্যবাদ জানালেন, মুম্বই ম্যাচ দেখার অভিজ্ঞতা ভাগ করে নিলেন বিরাট

পয়েন্ট তালিকায় আরসিবি রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলতে হবে তাদের। বুধবার ইডেনে মুখোমুখি হবে দুই দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মে ২০২২ ১৬:২৭
Share:

—ফাইল চিত্র

রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স জিততেই আনন্দে লাফিয়ে উঠলেন বিরাট কোহলীরা। কারণ আইপিএলের প্লে-অফে পৌঁছে গেলেন তাঁরা। মুম্বইকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট।

Advertisement

পাঁচ উইকেটে দিল্লি ক্যাপিটালস হেরে যেতেই প্লে-অফে পৌঁছে যায় বেঙ্গালুরু। এরপরেই বেঙ্গালুরুর সাজঘরে সবাই আনন্দ করতে শুরু করেন। বিরাট বলেন, ‘‘এটা অবিশ্বাস্য। সাজঘরে সবাই যা আনন্দ পেয়েছে সেটা বিশ্বাস করা কঠিন। ধন্যবাদ মুম্বই, আমরা এটা মনে রাখব।’’ অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি বলেন, ‘‘আমরা সবাই একসঙ্গে পুরো ম্যাচটা দেখেছি। মুম্বই যখনই উইকেট পেয়েছে আমরা লাফিয়ে উঠেছি, প্রতিটা বাউন্ডারিতে আমরা হাততালি দিয়েছি। সবাই একসঙ্গে ম্যাচ দেখার আনন্দটাই আলাদা। শেষে উৎসবটা আলাদা আনন্দ দিয়েছে।’’

ডুপ্লেসির মতে এ বার আবার একটা লড়াই শুরু হল। তিনি বলেন, ‘‘আবার কাজ শুরু হল। এ বার ফের নিজেদের কাজে লেগে পড়তে হবে। এই প্রতিযোগিতায় আরসিবি-র হয়ে ইতিহাস তৈরি করতে আর মাত্র কয়েকটা ধাপ বাকি। আমাদের অন্য একটা দলকে প্রয়োজন হয়েছিল, কিন্তু এ বার যা করতে হবে সেটা আমাদেরই করতে হবে।’’

Advertisement

পয়েন্ট তালিকায় আরসিবি রয়েছে চতুর্থ স্থানে। তৃতীয় স্থানে থাকা লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে খেলতে হবে তাদের। বুধবার ইডেনে মুখোমুখি হবে দুই দল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন