কলকাতা থেকে সরতে পারে আইএসএলের উদ্বোধন

যুবভারতীতে খেলা অনিশ্চিত হয়ে পড়ায় আইএসএলের উদ্বোধন সরে যেতে পারে গুয়াহাটি বা দিল্লিতে। ইন্ডিয়ান সুপার লিগের সংগঠকেরা চাইছিলেন, ১ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে জাঁকজমক করে আইএসএল-থ্রি শুরু করতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০১৬ ০৩:২২
Share:

যুবভারতীতে খেলা অনিশ্চিত হয়ে পড়ায় আইএসএলের উদ্বোধন সরে যেতে পারে গুয়াহাটি বা দিল্লিতে।

Advertisement

ইন্ডিয়ান সুপার লিগের সংগঠকেরা চাইছিলেন, ১ অক্টোবর সল্টলেক স্টেডিয়ামে জাঁকজমক করে আইএসএল-থ্রি শুরু করতে। উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল গত বারের চ্যাম্পিয়ন চেন্নাইয়ান বনাম আটলেটিকো দে কলকাতার। কিন্তু ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের জন্য মাঠ দেওয়া সম্ভব নয় জানিয়ে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবারও তিনি বলে দিয়েছেন, ‘‘কলকাতা দলের কর্তাদের সঙ্গে আলোচনায় বসব। তাঁদের বোঝাব সমস্যার কথা। স্টেডিয়াম তো ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে সেখানে আইএসএল হবে কী করে?’’ যুব বিশ্বকাপের জন্য বহু দিন বন্ধ যুবভারতী। আই লিগ, ডার্বি-সহ অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হয়নি। যার ফলে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে দুই প্রধান ইস্টবেঙ্গল-মোহনবাগান। এখন আইএসএলের জন্য মাঠ দিলে প্রবল সমালোচনার মুখে পড়তে হবে রাজ্য সরকারকে। কোনও কারণে মাঠের ক্ষতি হলে সরে যেতে পারে যুব বিশ্বকাপের ম্যাচও। তাতে বিশ্ব দরবারে মুখ পুড়বে বাংলার। এই অবস্থায় রাজ্য সরকার কোনও ঝুঁকি নিতে নারাজ।

রাজ্য সরকারের মনোভাব জানার পর এটিকে কর্তারা সমস্যায়। তাঁরা আশায় ছিলেন শেষ পর্যন্ত ঘরের মাঠের সাতটা ম্যাচ যুবভারতীতে করার অনুমতি পাওয়া যাবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নতুন স্টেডিয়ামের সন্ধানে নামতে হবে তাঁদের। কিন্তু মাঠ কোথায়? শিলিগুড়ি, শিলং এমনকী বেঙ্গালুরু নিয়ে আলোচনা চলছে। শিলিগুড়ির সমস্যা হল, আন্তর্জাতিক মানের ড্রেসিংরুম নেই। অনুশীলনের ভাল মাঠ নেই। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের ঘাস সমস্যায় ফেলে ফুটবলারদের। আই লিগ ডার্বির সময় যা নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর। ফলে সেখানে ম্যাচ করার অনুমতি না-ও দিতে পারেন আইএসএল সংগঠকরা। ফলে ভিন রাজ্যে হয়তো এ বার ‘হোম’ ম্যাচ খেলতে যেতে হবে হিউম-দ্যুতি-অর্ণবদের। আইএসএলের ফাইনাল ১৮ ডিসেম্বর। দিন দশেকের মধ্যে আইএসএলের পুরো সূচি জানিয়ে দিতে পারেন সংগঠকরা। এটিকের নতুন কোচ মোলিনা জুনের শেষ সপ্তাহে শহরে আসতে পারেন। তার পরেই ঠিক হবে নাতো, শিল্টন, দেবজিৎদের নিয়ে কবে থেকে প্রি-সিজন শুরু করবেন কোচ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন