Kaka

সেলফি তুলতে ব্রাজিলীয় তারকাকে হলুদ কার্ড দেখালেন মহিলা রেফারি!

কাকা, রিভাল্ডো, কাফু, এমারসন, রোনাল্ডিনহোর মতো বিখ্যাত ফুটবলাররা খেলতে এসেছিলেন ইজরায়েলে।

Advertisement

সংবাদ সংস্থা

তেল আভিভ শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৯ ১৪:০৮
Share:

এই সেই মুহূর্ত। প্রথমে হলুদ কার্ড। তার পরে কাকার সঙ্গে সেলফি তুললেন মহিলা রেফারি। ছবি—টুইটার থেকে।

ফুটবল মাঠে কত কঠিন পরিস্থিতির সামনেই না পড়তে হয়েছে ব্রাজিলীয় ফুটবলার কাকাকে! কিন্তু ইজরায়েলের মাঠে গিয়ে খেলতে নেমে যা হল, তা আগে কোনও দিনই হয়নি তাঁর সঙ্গে। শুধু তাঁর সঙ্গে কেন, স্মরণকালের মধ্যে এমন ঘটনা দেখেননি কেউই।

Advertisement

ব্রাজিলের প্রাক্তন তারকাদের সঙ্গে ইজরায়েলের প্রাক্তন ফুটবলারদের একটা প্রীতি ম্যাচ ছিল মঙ্গলবার। খেলা চলাকালীন মহিলা রেফারি লিলাখ সুদর্শন কাকাকে হলুদ কার্ড দেখিয়ে বসেন। তার পরে আক্রমণাত্মক মিডফিল্ডারের সঙ্গে সেলফি তোলেন ম্যাচ রেফারি।

কাকা, রিভাল্ডো, কাফু, এমারসন, রোনাল্ডিনহোর মতো বিখ্যাত ফুটবলাররা খেলতে এসেছিলেন ইজরায়েলে। খেলার বয়স তখন প্রায় ৫১ মিনিট। মাঝমাঠের কাছে কাকার পায়ে বল পড়তেই রেফারি দৌড়ে এগিয়ে এসে বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দেন।

Advertisement

আরও পড়ুন: ক্রিজে ফিরতেই ভুলে গেলেন উনাদকাট, হলেন রান আউট, দেখুন অদ্ভুত ভিডিয়ো

রেফারি কেন খেলা থামিয়ে দিলেন, তা প্রথমটায় বুঝতেই পারেননি কাকা-সহ বাকিরা। তার পরে সবাইকে অবাক করে দিয়ে রেফারি লিলাখ হলুদ কার্ড দেখিয়ে দেন কাকাকে। ইজরায়েলের ফুটবলাররাও তা দেখে বিস্মিত হয়ে যান। ফুটবলার জীবনে ঝামেলার মধ্যে বিশেষ যেতেন না ব্রাজিলীয় তারকা। পরিচ্ছন্ন ফুটবলই খেলতেন। সেই কাকাকেই কি না দেখানো হল হলুদ কার্ড!

এর পরেই সেই মহিলা রেফারি পকেট থেকে মোবাইল ফোন বের করে কাকার সঙ্গে সেলফি তোলেন। হাসতে শুরু করে দেন কাকা। রেফারির মুখেও খেলা করছিল স্মিত হাসি। কাকার সতীর্থরা এগিয়ে এসে রেফারির সঙ্গে হাত মেলান।

শেষ পর্যন্ত ম্যাচে ব্রাজিল ৪-২ হারায় ইজরায়েলকে। বিশ্বসেরা সব ব্রাজিলীয় তারকাদের ম্যাজিকের থেকেও কাকার হলুদ কার্ড দেখা নিয়েই চর্চা হয়েছে বেশি। সোশ্যাল সাইটেও ছড়িয়ে পড়েছে কাকার হলুদ কার্ড দেখার ঘটনাটা।

আরও পড়ুন: অনুষ্কার কাছে ক্ষমা চেয়ে নেব, বিতর্কে ইতি টেনে বললেন ইঞ্জিনিয়ার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন