Cricket

টি-টোয়েন্টিতে দ্রুততম ২০০০ রানের মালিক কোহালি

কুড়ি ওভারের ফরম্যাটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানে পোঁছলেন বিরাট কোহালি। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম ২০০০ রানে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৮ ১৫:৪২
Share:

কোহলির মুকুটে নতুন পালক। ছবি: রয়টার্স।

দরকার ছিল মাত্র আট রানের। মঙ্গলবার রাতে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে যা অনায়াসেই এল। ৫৬ ইনিংসে ২০০০ রানে পৌঁছলেন বিরাট কোহালি। হলেন দ্রুততম।

Advertisement

একইসঙ্গে, ভারতীয় হিসেবে তিনিই প্রথম এই ফরম্যাটে ২০০০ রান করলেন। এটাও রেকর্ড। অর্থাত্, একইসঙ্গে জোড়া রেকর্ডের মালিক হলেন ভারত অধিনায়ক।

বিশ্বক্রিকেটে মাত্র তিনজন এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানে পৌঁছেছেন। ব্রেন্ডন ম্যাকালামের লেগেছিল ৬৬ ইনিংস। মার্টিন গাপটিলের লেগেছিল ৬৮ ইনিংস। শোয়েব মালিকের লেগেছিল ৯২ ইনিংস। কোহালির লাগল অনেক কম। মাত্র ৫৬ ইনিংস।

Advertisement

আরও পড়ুন: রাহুল-কুলদীপের দাপটে প্রথম টি-টোয়েন্টিতে জয়ী ভারত

আরও পড়ুন: ৭৬ বলে ১৭২, নিজের বিশ্বরেকর্ড ভাঙলেন ফিঞ্চ

শুধু ইনিংসেই নয়। ম্যাচের ভিত্তিতেও বাকিদের থেকে অনেক এগিয়ে কোহালি। তাঁর লেগেছে ৬০ ম্যাচ। ম্যাকালান, গাপটিল ও মালিকের লেগেছে যথাক্রমে ৭১, ৭৫ ও ৯৯ ম্যাচ।

এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের টি২০ ক্রমপর্যায়ে ব্যাটসম্যানদের তালিকায় আটে রয়েছেন কোহালি। তবে এই ফরন্যাটে তাঁর ব্যাটে কোনও শতরান আসেনি। একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানকারীর তালিকায় কোহালি অবশ্য রয়েছেন দুইয়ে। সচিন তেন্ডুলকরের ৪৯ শতরানের পরই তাঁর ৩৫ শতরান। ২০৮ ওয়ানডে ম্যাচে ৫৮.১০ গড়ে ৯৫৮৮ রান করেছেন তিনি।

ভারতের আরও একজন ক্রিকেটার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানের কাছাকাছি এসেছেন। আর ১৯ রান হলেই রোহিত শর্মার এই ফরম্যাটে দেশের হয়ে ২০০০ রান হয়ে যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে আরও দুটো টি-টোয়েন্টি পাচ্ছেন রোহিত। ফলে, রোহিতের ২০০০ রান করার সম্ভাবনাই বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন