এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর অসাধারণ ১৪৯ রানের ইনিংস ভারতকে লড়াইয়ে এনে দিয়েছে। বিরাট সেঞ্চুরি করে শুধু সমালোচনার জবাব দিয়েছেন তাই নয়, টেস্ট ক্রিকেটে দ্রুততম ২২টি সেঞ্চুরি করার প্রথম পাঁচের তালিকায় ঢুকে পড়লেন। এ ক্ষেত্রে তিনি ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড। দেখে নেওয়া যাক কিংবদন্তিদের সেই তালিকা।
ডন ব্যাডম্যান: দ্রুততম ২২টি সেঞ্চুরি করার তালিকায় সবার উপরে রয়েছেন এই কিংবদন্তি। মাত্র ৫৮টি ইনিংসে ২২তম শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে।
সুনীল গাওস্কর: ডনের থেকে বেশ খানিকটা পিছিয়ে থেকেও দ্বিতীয় স্থানে রয়েছেন সানি। এক সময় দুনিয়া কাঁপানো এই ভারতীয় ১০১টি ইনিংসে ২২তম শতরানটি করেছিলেন।
স্টিভ স্মিথ: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক তৃতীয় স্থানে রয়েছেন। যদিও ডনের থেকে প্রায় দ্বিগুণ ম্যাচ নিয়েছিলেন ২২টি শতরান করতে। ১০৮টি ইনিংসে ২২তম শতরান করেছিলেন তিনি।
সচিন তেন্ডুলকর: আধুনিক ‘ডন’ কিন্তু ২২তম সেঞ্চুরি করতে একটু বেশি ম্যাচই নিয়ে ফেলেছিলেন। ১১৪টি ইনিংস লেগেছিল তাঁর এই মাইলস্টোন ছুঁতে।
বিরাট কোহালি: আর এখানেই সচিনকে পিছনে ফেলে দিয়েছেন বিরাট। সচিনের থেকে একটি ম্যাচ কম খেলে, ১১৩টি ইনিংসে ২২তম শতরানটি করে ফেললেন বিরাট।
মহম্মদ ইউসুফ: দ্রুত সেঞ্চুরির তালিকায় নাম রয়েছেন এই প্রাক্তন পাক ক্রিকেটারটিও। ১২১টি ইনিংসে থেকে ২২তম সেঞ্চুরি সম্পূর্ণ করেছিলেন তিনি।