নির্বাসনের ফলে যে সব গুরুত্বপূর্ণ সিরিজে পাওয়া যাবে না স্মিথ-ওয়ার্নারকে

তাঁরা জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু, বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়ায় বর্তমানে নির্বাসিত। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার— স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। এই নির্বাসনের ফলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিরিজ বা টুর্নামেন্টে তাঁদের পাওয়া যাবে না।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০১৮ ১১:২৮
Share:
০১ ০৬

তাঁরা জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান। কিন্তু, বল বিকৃতির ঘটনায় জড়িয়ে পড়ায় বর্তমানে নির্বাসিত। অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটার— স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। এই নির্বাসনের ফলে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিরিজ বা টুর্নামেন্টে তাঁদের পাওয়া যাবে না।

০২ ০৬

আইপিএল: আইপিএলের অন্যতম দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার ছিলেন তাঁরা। নির্বাসনের ফলে স্টিভ স্মিথকে রাজস্থান রয়্যালস এবং ডেভিড ওয়ার্নারকে সানরাইজার্স হায়দরাবাদ পাচ্ছে না।

Advertisement
০৩ ০৬

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ: আগামী জুনে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক এবং টি-২০ সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার। সেখানেও দলের দুই নির্ভরযোগ্য ক্রিকেটারকে পাওয়া যাবে না।

০৪ ০৬

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ: পাকিস্তানের বিরুদ্ধে অক্টোবরে টেস্ট, একদিনের আন্তর্জাতিক, টি-২০ ম্যাচ খেলবে অজিরা। সেখানেও অস্ট্রেলিয়া পাবে না স্মিথ এবং ওয়ার্নাকে।

০৫ ০৬

দক্ষিণ আফ্রিকা সিরিজ: পাকিস্তান সফরের পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি একদিনের এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সীমিত ওভারের ম্যাচে স্মিথ এবং ওয়ার্নার সব সময়ই দলের গুরুত্বপূর্ণ সদস্য। সেখানেও পাওয়া যাবে না এই দু’জনকে।

০৬ ০৬

ভারতের বিরুদ্ধে সিরিজ: এ বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। টেস্ট, একদিনের পাশাপাশি বেশ কয়েকটা টি-২০ ম্যাচও খেলবে ভারত। সেই সিরিজেও পাওয়া যাবে না স্মিথ এবং ওয়ার্নারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement