Mary Kom

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে মেরি কম, সামনে রেকর্ডের হাতছানি

নয়াদিল্লির কেডি যাদব স্টেডিয়ামে সেমিফাইনালে মেরি কমকে ধরা হচ্ছিল আন্ডারডগ হিসেবে। কিন্তু, তিনি চমকে দিলেন দুর্দান্ত পারফরম্যান্সে। ৩৫ বছর বয়সী বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচ বার সোনা জিতেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৯:১৫
Share:

জয়ের পর মেরি কম। ছবি: এএফপি।

মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৪৮ কেজি ক্যাটেগরির ফাইনালে উঠলেন তিন সন্তানের মা মেরি কম। বৃহস্পতিবার সেমিফাইনালে তিনি হারালেন উত্তর কোরিয়ার কিম হিয়াং-মি-কে।

Advertisement

নয়াদিল্লির কেডি যাদব স্টেডিয়ামে সেমিফাইনালে মেরি কমকে ধরা হচ্ছিল আন্ডারডগ হিসেবে। কিন্তু, তিনি চমকে দিলেন দুর্দান্ত পারফরম্যান্সে। ৩৫ বছর বয়সী বিশ্ব চ্যাম্পিয়নশিপে পাঁচ বার সোনা জিতেছেন। আয়ারল্যান্ডের কেটি টাইলারেরও বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নসিপে পাঁচটি সোনা রয়েছে। তাই মেরি কমের সামনে এ বার বিশ্বরেকর্ড গড়ার হাতছানি। যদি তিনি ফাইনালে জেতেন, তবে প্রথম মহিলা বক্সার হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছয় সোনা জিতবেন।

জয়ের পরে মেরি কম বলেন, "ভিয়েতনামে গত এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়েছিলাম কিমকে। তাই সতর্ক ছিলাম। সেবার ওকে একপেশে ম্যাচে হারিয়েছিলাম। জেতা-হারা থেকে প্রত্যেক বক্সারই শিক্ষা নেয়। নিজেদের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করি আমরা। নিজেদের আক্রমণ-রক্ষণ নিয়ে গড়ে ওঠে ধারণা।"

Advertisement

আরও পড়ুন: ছেলেকে জড়িয়ে রয়েছেন সানিয়া, ভাইরাল হল পোস্ট​

আরও পড়ুন: ইডেনে তিনদিনেই হার, ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে বললেন মনোজ​

(খেলার দুনিয়া নিয়ে বাংলায় খবর পড়তে চোখ রাখুন আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন