India vs New Zealand

কাল মরণপণ লড়াই, হার্দিকের বদলে মণীশ?

ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, শেষ ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে হারলেও দলে বিশেষ পরিবর্তন করতে নারাজ ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। তবে, দলের অন্দরে খবর, শেষ ম্যাচে হার্দিক পাণ্ড্যকে হয়তো ড্রেসিংরুমে বসেই কাটাতে হতে পারে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৭ ২০:৫৯
Share:

ভারত অধিনায়ক বিরাট কোহালির সঙ্গে মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: বিসিসিআই।

প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারালেও, দ্বিতীয় ম্যাচে কিউয়ি ব্রিগেডের কাছে ৪০ রানে হারতে হয়েছে ভারতকে। ফলে মঙ্গলবার টি২০ সিরিজের শেষ ম্যাচে জিততে মরিয়া দু’পক্ষই।

Advertisement

তিরুঅনন্তপুরমের গ্রিন ফিল্ডে কিউয়িদের বিরুদ্ধে জিতে জয়ের ধারা বজায় রাখতে মরিয়া ভারতীয় ব্রিগেড, অন্য দিকে অল্পের জন্য ওডিআই সিরিজ হাতছাড়া করার জ্বালা, টি২০ সিরিজ জিতেই মেটাতে চায় নিউজিল্যান্ড। এই পরিস্থিতিতে দুই দল খেতাবি লড়াইয়ে নামার আগে দেখে নেওয়া যাক কেমন প্রস্তুত দুই শিবির।

আরও পড়ুন: এক নজরে দেখে নিন শেষ সাত টি২০ ম্যাচে ধোনির পরিসংখ্যান

Advertisement

আরও পড়ুন: সিরিজ নির্ণায়ক ম্যাচে আতসকাচের নীচে ধোনির পারফরম্যান্স

ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, শেষ ম্যাচে কিউয়িদের বিরুদ্ধে হারলেও দলে বিশেষ পরিবর্তন করতে নারাজ ভারতীয় থিঙ্কট্যাঙ্ক। তবে, দলের অন্দরে খবর, শেষ ম্যাচে হার্দিক পাণ্ড্যকে হয়তো ড্রেসিংরুমে বসেই কাটাতে হতে পারে। পর পর দুই ম্যাচে রান না পাওয়া হার্দিক পাণ্ড্যর জায়গায় মণীশ পাণ্ডেকে সুযোগ দেওয়ার পরিকল্পনাও আছে ভারতীয় থিঙ্কট্যাঙ্কের।

অন্য দিকে, উইনিং কম্বিনেশন ভাঙতে নারাজ নিউজিল্যান্ড। তবে, টম ব্রুসের খেলায় একেবারেই সন্তুষ্ট নন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। সে ক্ষেত্রে ব্রুসের পরিবর্তে তৃতীয় টি২০ তে দলে ফিরতে পারেন ফর্মে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement