Arjun Tendulkar

ক্রিকেটের এই তারকাপুত্ররা এখন নিজেরাই তারকা হওয়ার লড়াইয়ে

এদের প্রত্যেকের বাবা নিজ নিজ ক্রিকেট কেরিয়ারে অত্যন্ত সফল। বাবাদের সেই পরম্পরা ধরে রাখার দায়িত্ব ছেলেদের উপর। ঘরোয়া ক্রিকেট বা স্কুল ক্রিকেটে এই সব প্রাক্তন ক্রিকেটারের ছেলেদের উপর নজরও থাকে একটু বেশিই। এমনই কয়েক জন ক্রিকেটারপুত্রের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক।

Advertisement
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৮ ১৭:২৭
Share:
০১ ০৬

এদের প্রত্যেকের বাবা নিজ নিজ ক্রিকেট কেরিয়ারে অত্যন্ত সফল। বাবাদের সেই পরম্পরা ধরে রাখার দায়িত্ব ছেলেদের উপর। ঘরোয়া ক্রিকেট বা স্কুল ক্রিকেটে এই সব প্রাক্তন ক্রিকেটারের ছেলেদের উপর নজরও থাকে একটু বেশিই। এমনই কয়েক জন ক্রিকেটারপুত্রের সঙ্গে পরিচয় করে নেওয়া যাক।

০২ ০৬

অর্জুন তেন্ডুলকর: সচিন পুত্র অর্জুন। খুবই উচ্চ প্রত্যাশা তাঁকে ঘিরে থাকে। বাঁ হাতে বল করেন। ব্যাটিং হাতটাও বেশ। বাবার সম্মান কতটা রাখতে পারবেন সেটাই দেখার।

Advertisement
০৩ ০৬

সমিত দ্রাবিড়: বাবা রাহুল দ্রাবিড়। কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনূর্দ্ধ ১৪ দলের হয়ে খেলেছেন। বাবার মতো সমিতও সমীহ আদায় করতে পারবেন কি?

০৪ ০৬

অস্টিন ওয়: অস্টিনের বাবা কে জানেন তো? অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়। স্টিভের ব্যাটন এখন অস্টিনের হাতে। অনূর্ধ্ব ১৯ আইসিসি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করছেন তিনি।

০৫ ০৬

আরিয়ান জোশী: স্পিনার সুনীল জোশীর ছেলে আরিয়ান। ব্যাটিং হাতটা বেশ ভাল ছোট্ট জোশীর।

০৬ ০৬

রানুকা জয়সূর্য: মনে আছে তো শ্রীলঙ্কার সেই বাঁ হাতিকে? রানুকা তারই ছেলে। ব্যাটিং ধরনটা অনেকটা বাবার মতো। ছেলেকে প্রশিক্ষণ দিতেই দেখা গিয়েছে জয়সূর্যকে। এখন দেখার কত দূর এগোতে পারেন জুনিয়র জয়সূর্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement