ব্যাটে ঝড় তুলে বাগানকে দ্বিতীয় ট্রফি দিলেন বিবেক

ফ্লাড লাইটের ঝলকানি, ম্যাচ চলাকালীন হাজারো ওয়াটের সাউন্ড সিস্টেমে জগঝম্প মিউজিক, জায়ান্ট স্ক্রিনে স্কোর— শনিবাসরীয় সন্ধ্যার ইডেনে আইপিএলের ম্যাচ না থাকলেও এ সবই পাওয়া গেল। সিএবি-র টি-টোয়েন্টি ক্লাব টুর্নামেন্ট জেসি মুখোপাধ্যায় ট্রফির ফাইনালে। আর এই পরিবেশের সঙ্গে তাল রেখেই ব্যাটে রানের সুনামি আনলেন মোহনবাগান ওপেনার বিবেক সিংহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০১৬ ০৩:৫২
Share:

ঋদ্ধির সঙ্গে বাগানের জয়ের নায়ক বিবেক। —নিজস্ব চিত্র।

ফ্লাড লাইটের ঝলকানি, ম্যাচ চলাকালীন হাজারো ওয়াটের সাউন্ড সিস্টেমে জগঝম্প মিউজিক, জায়ান্ট স্ক্রিনে স্কোর— শনিবাসরীয় সন্ধ্যার ইডেনে আইপিএলের ম্যাচ না থাকলেও এ সবই পাওয়া গেল। সিএবি-র টি-টোয়েন্টি ক্লাব টুর্নামেন্ট জেসি মুখোপাধ্যায় ট্রফির ফাইনালে। আর এই পরিবেশের সঙ্গে তাল রেখেই ব্যাটে রানের সুনামি আনলেন মোহনবাগান ওপেনার বিবেক সিংহ। বিশাল ইডেনে আটটা চার ও হাফ ডজন ছয় মেরে ২১ বলে তুললেন ৭২ রান। নন স্ট্রাইকার এন্ডে তা দাঁড়িয়ে দেখলেন সদ্য আইপিএল খেলে ফেরা ঋদ্ধিমান সাহা। বিবেকের এই ইনিংসই মোহনবাগানকে সিনিয়র নক আউটের পর মরসুমের দ্বিতীয় ট্রফি এনে দিল। টালিগঞ্জ অগ্রগামীকে ৯ উইকেটে হারিয়ে। এ দিনই সকালে সেমিফাইনালে ঋদ্ধির ব্যাটে ঝড় উঠেছিল। স্পোর্টিং ইউনিয়নকে ৮৩ রানে হারাতে তিনি ৩৯ বলে ৭৩ রান করেন। সেই ম্যাচে বিবেক আবার চারটি উইকেটও নেন। ঋদ্ধির সেই ইনিংস থেকে উৎসাহ নিয়ে বছর পঁচিশের তরুণ অসাধারণ এই ইনিংস খেলে উঠে এ দিন বলেন, ‘‘উল্টোদিক থেকে ঋদ্ধিদা সমানে বড় শট খেলার জন্য উৎসাহ দিচ্ছিল। সে জন্যই তো এ রকম ব্যাটিংটা করতে পারলাম। উইকেটটাও ব্যাট করার পক্ষে খুব ভাল ছিল।’’ জয়ের জন্য প্রয়োজনীয় ১২৬ মোহনবাগান তুলে নেয় মাত্র ৭.৫ ওভারে। টালিগঞ্জ সেমিফাইনালে লিগজয়ী ভবানীপুরকে ২৩ রানে হারিয়ে ফাইনালে ওঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন